1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমরা প্রধানমন্ত্রীর লোক’

২৭ সেপ্টেম্বর ২০১৮

রাস্তার ওপর দুই লেনে পার্ক করে রাখায় গাড়ির ছবি তুলছিলেন এক ট্রাফিক সার্জেন্ট৷ কিন্তু হঠাৎ করেই একটি গাড়িতে বসে থাকা এক নারী ক্ষেপে গেলেন সার্জেন্টের ওপর৷ বললেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর লোক৷’’

https://p.dw.com/p/35YXx
ছবি: Facebook

ঘটনাস্থল মিরপুর ১৩৷ স্কলা‌স্টিকা স্কু‌লের সাম‌নে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ঝোটন সিকদার৷ রাস্তায় ডাবল লেন করে গাড়ি পার্কিং করে রেখেছিলেন এক নারী৷ তাঁর গাড়ির জন্য অন্য গাড়ি আসতে না পারায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল৷

ঝোটন তাঁর ফেসবুক প্রোফাইলে গাড়িটির নিবন্ধন নম্বর উল্লেখ করে বলেছেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও গাড়ি সরাচ্ছিলেন না সেই নারী৷

তিনি লিখেছেন, ‘‘তি‌নি আমার কোনো কথা তো শুন‌লেনই না, বরং আমা‌কে খারাপ ভাষায় গালাগা‌লি ক‌রেন এবং সা‌থে ব‌লেন তু‌মি সরকা‌রের ২ টাকার চাকর, আমা‌কে চেনো তু‌মি!?’’

সার্জেন্টকে ধমক দেয়ার এক পর্যায়ে নিজেকে প্রধানমন্ত্রীর লোক বলেও পরিচয় দেন তিনি৷

নিজের প্রোফাইলে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন ঝোটন৷ প্রতিটি ভিডিওই দেখা হয়েছে কয়েক লাখের ওপর৷ ১৪ হাজার শেয়ারের পাশাপাশি মন্তব্য করেছেন সাড়ে পাঁচ হাজার মানুষ৷

অনেকে ভিডিওর নারীকে চিহ্নিত করেছেন সামি ফারদিন নামে৷ তবে তাঁর ফেসবুক প্রোফাইল বন্ধ পাওয়া গেছে৷ তাঁর বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য