1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ-বিএনপি বৈঠক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ ডিসেম্বর ২০১৩

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে শুক্রবার৷ জাতীয় পার্টির চেয়ারম্যান তাঁর দলের নেতাদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিলেও অনেকে তা করেননি৷

https://p.dw.com/p/1AZTz
Kombobild Khaleda Zia und Sheikh Hasina
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে একটি গ্রুপকে এখনো নির্বাচনমুখী রাখতে পেরেছে সরকার৷ তাদের জন্য ৬১টি আসন ছেড়ে দেয়া হয়েছে৷ আর এরশাদের ঠাঁই হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে৷

এদিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা আবারো একসঙ্গে বৈঠক করে সংকট নিরসনে কিছু প্রস্তাব দিয়েছেন পরস্পরকে৷

প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আওয়ামী লীগ আলোচনা চালিয়ে গেলেও নির্বাচনের তফশিল স্থগিতের আপাতত কোনো লক্ষণ নেই৷ সরকার নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে৷ শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির শীর্ষ অনেক নেতাই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি৷ এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও সে পথে যাননি রওশন এরশাদ৷ এরশাদকে আইন-শৃঙ্খলা বাহিনী সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দিয়েছে৷ আর বাইরে রওশন এরশাদ দফায় দফায় বৈঠক করছেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে৷

রওশনের নেতৃত্বে জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদসহ অনেক নেতাই এখনো নির্বাচনমুখী৷ দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সরকারের দালালির অভিযোগে নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন৷ তাই শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, এরশাদ বেঁচে থাকতে জাতীয় পার্টিতে কোনো বিকল্প নেতৃত্ব আসবে না৷ তিনি জানান এরশাদ সুস্থ আছেন৷

Bangladesch Hussain Muhammad Ershad in Dhaka
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এখন হাসপাতালে ‘আটক’ছবি: STR/AFP/Getty Images

গ্রহণযোগ্য নির্বাচন না হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না৷ তিনি দাবি করেন তাদের অধিকাংশই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন৷ তিনি নিজেও করেছেন বলে জানান৷ তবে এরশাদকে ‘আটকের' প্রতিবাদে উপস্থিত নেতা-কর্মীরা কর্মসূচি দাবি করলে তা তিনি দেননি৷ আর এরশাদের ভাই জি এম কাদের জানিয়েছেন এরশাদ এখনো নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনড় আছেন৷

রওশন এরশাদের নেতৃত্বে শুক্রবার বিকেল ৩ টা থেকে টানা বৈঠক করেছেন জাপা'র শীর্ষ নেতারা৷ এই বৈঠক হয়েছে দফায় দফায়৷ কারণ সবাই একসঙ্গে আসেননি৷ যারা যখন এসেছেন তারা তখন বৈঠকে যোগ দিয়েছেন৷ বৈঠকে যোগদানকারী এক শীর্ষ নেতা মুজিবুল হন চুন্নু জানিয়েছেন এরশাদের পরই রওশন এরশাদ দলের সিনিয়র নেতা৷ তাই পরবর্তী করণীয় ঠিক করতে তারা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করছেন৷ এরশাদ বিষয়টি টের পেয়ে আগেই তাঁর অনুমতি ছাড়া লাঙ্গল প্রতীক কাউকে না দিতে লিখিত অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনকে৷ কিন্তু নির্বাচন কমিশনের যা মনোভাব তাতে হয়তো এরশাদের অনুরোধ তারা রাখবেন না৷ তেমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন দলতো লিখিতভাবে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে৷ তারা প্রত্যাহার না করলে প্রতীক পেতে বাধা থাকার কথা নয়৷

এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে দুই দলের বৈঠকের ফলোআপ বৈঠক হয়েছে শুক্রবার৷ গুলশানের একটি বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দলের শীর্ষ নেতারা একসঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ‘‘সংকট নিরসনে বিএনপি আমাদের কিছু প্রস্তাব দিয়েছে৷ আমারাও বিএনপিকে কিছু প্রস্তাব দিয়েছি৷ বিএনপি এ বিষয়ে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করবে৷ আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবো৷ দুই নেত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে৷''

একই ধরণের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তবে ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি৷ দুই মহাসচিব প্রস্তাবগুলোও প্রকাশ করেননি৷

তবে থেমে নেই আওয়ামী লীগের নির্বাচনি কাজ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটভুক্ত তিনটি দলের ১০ জন প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন৷ দলগুলো হলো ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং তরিকত ফেডারেশন৷ এই ৩ দলের ১০ জন প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য