1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরশাদের কাছে পদত্যাগ!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ ডিসেম্বর ২০১৩

জাতীয় পার্টির সাতজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগ-পত্র জমা দিয়েছেন৷ জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এগুলি জমা দেবেন৷

https://p.dw.com/p/1ATWR
ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

এরশাদ জাতীয় পর্টির মন্ত্রীদের নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বুধবার৷ বলা হয়, তাঁরা বৃহস্পতিবার একসঙ্গে পদত্যাগ করবেন৷ কিন্তু জাপার সাতজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের কেউই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেননি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা পদত্যাগ-পত্র জমা দিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে৷ কিন্তু সংবিধান অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ-পত্র জমা দেয়ার কথা৷ এ কথা ডয়চে ভেলেকে জানান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলি ইমাম মজুমদার৷

এর আগে জাপার দুই মন্ত্রী রওশন এরশাদ ও রুহুল আমীন হাওলাদার এবং প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বুধবার দুপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন৷ তাঁরা পতাকাবিহীন গাড়িতে করে সেখানে যাওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, তাঁরা পদত্যাগ করেছেন৷ কিন্তু বিকেলে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আসার পর জানা যায় যে, তাঁরা পদত্যাগ করেননি৷

রুহুল আমীন হাওলাদার বারিধারায় এরশাদের বাসভবনে গিয়ে সাংবাদিকদের জানান যে, প্রধানমন্ত্রীর কাছে তাঁরা তাঁদের অবস্থান ব্যাখ্যা করেছেন, কিন্তু পদত্যাগ করেননি৷ তবে যে কোনো সময় পদত্যাগের ব্যাপারে প্রস্তুত আছেন তিনি৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হবে৷ এরশাদের সঙ্গে বৈঠকের পর রুহুল আমীন হাওলাদার সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগ-পত্র জমা দিয়েছেন৷ এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগ-পত্রগুলো জমা দেবেন৷ কিন্তু মন্ত্রিপরিষদ সচিব আলি ইমাম মজুমদার বলেন, এরশাদের সে সুযোগ নেই৷ কারণ, পদত্যাগ-পত্র পাঠাতে হয় প্রধানমন্ত্রীর কাছে৷ আর একমাত্র প্রধানমন্ত্রীই তা রাষ্ট্রপতির কাছে পাঠান৷ তাই মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগ-পত্র জমা দিলেও তাঁরা পদত্যাগ করেছেন, তা বলা যায় না৷

জাপার মন্ত্রী এবং এরশাদের ভাই জিএম কাদের বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন৷ তিনি বৃহস্পতিবার গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েই চলাফেরা করেন৷ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী সালমা ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু পদত্যাগের ব্যাপারে এখনও নিরব আছেন৷

এদিকে বুধবার রাতে গ্রেপ্তার করা হলে এরশাদ আত্মহত্যার ঘোষণা দেয়ার পর, বৃহস্পতিবার দুপুরের আগে তিনি বাসার সামনে এসে বলেন, ‘‘আমি ভালো আছি, তোমরা বাড়ি যাও৷'' তবে বাসার চারপাশে ব়্যাব-পুলিশের পাহারা থাকায় তিনি রংপুরবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান৷

ওদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টিকে বাদ দিয়েই নির্বাচন হবে৷ কোনোভাবেই নির্বাচন স্থগিত বা পিছানো হবে না৷ তিনি বলেন, জাতীয় পার্টি এখন বিরোধী দল৷ মন্ত্রিসভা থেকে তারা পদত্যাগ করবে বলে শুনেছি৷ তবে মনোনয়ন-পত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ই ডিসেম্বর পর্যন্ত৷ অর্থাৎ এখনও সময় আছে৷ তাই শেষ পর্যন্ত কী হয় তা জানতে ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

Bangladesh Hussain Muhammad Ershad EX-Präsident
‘রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে এইচ এম এরশাদের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হবে’ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

অন্যদিকে জাতীয় পর্টি থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের সার্বিক পরিস্থিতি নিয়ে রাতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে খবর৷ উল্লেখ্য, কাজী জাফর আহমেদ শুরু থেকেই এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, টানা ছয়দিন অবরোধের পর শনিবার থেকে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দল আবোরো ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে৷

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ অবশ্য বলেছেন, নির্বাচন ছাড়া উপায় নেই৷ একদলীয় নির্বাচনের দায় কে নেবে জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতার রদবদল হতে পারে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য