1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে দেখা মিললো কিন জং উনের

২ মে ২০২০

মৃত্যু নিয়ে গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এমন তথ্য জানিয়েছে৷ পিয়ংইয়ংয়ের কাছে একটি সার কারখানার নির্মাণ সমাপ্তি অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি ৷

https://p.dw.com/p/3bgVa
ছবি: picturealliance/AP Photo/KCNA

কেসিএনএ এর খবরে বলা হয় শুক্রবার কিম নিজে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এ সময় হাজারো মানুষ তাকে অভিনন্দন জানান৷ কিমের সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং তার বোন কিম ইয়ো জং৷  

সবশেষ তিন সপ্তাহ আগে ওয়ার্কার্স পার্টির একটি বৈঠকে হাজির হয়েছিলেন উন৷ তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি৷ এই সময়ে তার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে৷ ১৫ এপ্রিল দেশটির প্রতিষ্ঠাতা এবং কিমের দাদা কিম ইল সুং এর জন্মদিন পালনেও তাকে দেখা যায়নি৷ এত বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উনের হাজির না থাকা একটি নজিরবিহীন ঘটনা৷ 

Nordkorea veröffentlicht Bilder von Kim Jong-Un
কিমের সঙ্গে ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং তার বোন কিম ইয়ো জংছবি: Reuters/KCNA

গত বেশ কিছুদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকাশিত কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছিলো হার্ট সার্জারির পর সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন উন৷

তবে গত সপ্তাহে এসব তথ্য উড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া সরকার৷ দেশটির রাষ্ট্রপতি দপ্তর থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার নেতা সুস্থ আছেন৷ অবশেষে উনের জনসমক্ষে হাজির হওয়া সেই তথ্যকেই সঠিক প্রমাণ করলো৷

উল্লেখ্য, ২০১১ বাবা বাবা কিম জং-ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তাঁর কনিষ্ঠ পুত্র কিম জং-উন৷

এফএস/এডিকে (রয়টার্স, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য