1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুমোদনহীন কারখানায় আগুন, মৃত ৩

২৪ ফেব্রুয়ারি ২০২২

আশুলিয়ায় এক জুতা কারখানায় আগুনে তিনজন প্রাণ হারিয়েছেন৷  কারখানাটি অনুমোদনহীন৷ এমনকি কারখানাটির নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই৷

https://p.dw.com/p/47WGy
প্রতীকী ছবিছবি: Stringer/AA/picture alliance

বুধবার রাতে কারখানাটি পরিদর্শনে এসে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা – ইউএনও মাজহারুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান৷

বিকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে আগুনে পুড়ে যাওয়া ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২' নামের জুতার কারখানায় তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন৷ দগ্ধ হয়েছেন অন্তত ১২ জন৷ মাজহারুল ইসলাম বলেন,  ‘‘কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক৷ কারখানাটির কোনো ধরনের অনুমোদন ছিল না৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কারখানাটির নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই৷’’

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আবদুল আলিম বলেন,  ‘‘আমরা তিনটি মরদেহ উদ্ধার করেছি৷ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ৷ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় আমরা পাইনি৷ এদের মধ্যে দুইজন শ্বাসকষ্টে, আর একজন আগুনে পুড়ে মারা গেছেন৷’’ তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও অনিশ্চিত৷ ইউএনও বলেন, কারখানাটির মালিক কর্মকর্তা কাউকেই পাওয়া যায়নি৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ৷

তারা হলেন, টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে ১৫ বছর বয়সি সুমাইয়া আক্তার এবং খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫) ৷ সুমাইয়া পরিবারসহ কারখানার পাশে রুপায়ন মাঠে সোহরাব উদ্দিনের বাসায় বসবাস করতেন ৷ চার মাস আগে এই জুতার কারখানায় কাজ শুরু করেন সুমাইয়া৷ আর শাহানারা দুই মাস আগে কারখানায় কাজে যোগ দেন৷ তিনি স্বামী নিয়ে কারখানার পাশে রুপায়ন মাঠের জুয়েল হোসেনের বাড়িতে থাকতেন৷

লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এবং লাশ দাফনের জন্য নিহতদের স্বজনদের জেলা প্রশাসকের তরফ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানান ইউএনও ৷

বুধবার বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকায় জুতার কারখানা ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২'-এ এই অগ্নিকান্ডটি ঘটে৷ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান