1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ড: কারখানা মালিকসহ আটজন গ্রেপ্তার

১০ জুলাই ২০২১

বাংলাদেশে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ড ও অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় হত্যামামলা দায়ের করেছে পুলিশ৷ এরইমধ্যে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেমসহ আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/3wIwC
বৃহস্পতিবার বিকালে কারখানাটিতে অগ্নিপাতের সূত্রপাত হয়৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা৷ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে৷ 

এর আগে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেমসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হাসেম ছাড়া তার চার ছেলেও রয়েছেন৷ তারা হলেন: হাসীব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীম (২১)৷ তারা সবাই কোম্পানিটির পরিচালক৷ এছাড়াও হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২সহ কয়েকটি ধারায় মামলা করা হয়।


বাংলাদেশে কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশত প্রাণহানি

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার দুপুরে রূপগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে আটজনকে আটকের কথা বলেছেন৷ সেসময় তিনি তাদের নাম পরিচয় প্রকাশ করেননি৷

মামলার আগে সকালেই পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কারখানা সংশ্লিষ্টরা নজরদারির মধ্যে রয়েছেন৷

এদিকে সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসেম অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর দায় তার নয় বলে দাবি করেন৷ অগ্নিকাণ্ডের পর শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এই কারখানা কম্পাউন্ডে আমরা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছি৷ দুই হাজারের বেশি শ্রমিকের সেখানে কর্মসংস্থান হয়েছে৷ নিয়মকানুন মেনেই আমরা ব্যবসা করছি৷ কিন্তু শেষ জীবনে এসে বড় পরীক্ষার মুখে ফেলে দিল এই অগ্নিকাণ্ড৷''

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় সিজান জুস, নসিলা, ট্যাং, কুলসন ম্যাকারনি, বোর্নভিটার মতো জনপ্রিয় সব খাদ্যপণ্য তৈরি হতো৷ সিজান, সজীব, কুলসন, নসিলাসহ ১১টি ব্র্যান্ড নামে বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে এই শিল্প গ্রুপটির৷

এফএস/আরআর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান