1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল এবং ডে-কেয়ারে করোনায় আক্রান্তদের হিসেব দাবি

১৬ নভেম্বর ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় জার্মান শিশু সহায়তা সংস্থা দেশের সকল স্কুল এবং ডে-কেয়ারের করোনার পরিস্থিতি নিয়ে দ্রুত একটি তালিকা তৈরির দাবি জানিয়েছে৷

https://p.dw.com/p/3lMlM
ছবি: Annegret Hilse/REUTERS

স্কুল এবং ডে-কেয়ার সেন্টারগুলোতে শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য তথ্য পেতে নিয়মিত ডেটা আপডেট করা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি৷ স্কুলের কয়েজন শিক্ষার্থী বা ডে কেয়ারের কয়েকজন শিশু বা শিক্ষক অসুস্থ অথবা কেউ কেউ কোয়ারান্টিনে রয়েছে, এমন অসম্পূর্ণ পরিসংখ্যান বা তথ্য যথেষ্ট নয় বলে সংস্থার অভিযোগ৷

সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী স্কুল, কিন্ডারগার্টেনেরও তালিকা রেকর্ড করতে হবে৷ ‘‘সাধারণ জনগণের মধ্যে করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেখানে স্কুল এবং ডে-কেয়ারগুলোতে সংক্রমণের একটি নির্দিষ্ট হিসেব আমাদের অবশ্যই জানা প্রয়োজন,’’ মন্তব্য জার্মানির শিশু সহায়তা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হলগার হফমানের৷

তাছাড়াও তিনি করোনা সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষা কত্তৃপক্ষ এবং ছাত্র ও অভিবাবকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷ হফমানের মতে, সকলের যৌথ অভিজ্ঞতাই মহামারি সঙ্কট মোকাবেলা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে৷

এনএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য