1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনা-কড়াকড়ি নিয়ে আলোচনা

১৬ নভেম্বর ২০২০

শীতকাল মানেই জার্মানদের জন্য উৎসব৷ কিন্তু এবারের শীত কেবলই করোনা-কড়াকড়ির৷ বদলাবে কি এই বাস্তবতা?

https://p.dw.com/p/3lMIt
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসছেন। আলোচনার বিষয়: করোনাকালীন বিধিনিষেধ৷ আলোচ্য বিষয়গুলির একটি খসড়া  সংবাদসংস্থার হাতে এসেছে, যা আভাস দিচ্ছে বেশ কিছু নতুন কড়াকড়ির৷

এই খসড়াটিতে অবসর সময়ে শিশু ও তরুণদের কেবল একজন বন্ধুর সাথেই দেখা করার প্রস্তাব রয়েছে৷ পাশাপাশি, পরিবারদের জন্য প্রস্তাব রয়েছে নিজের বাসার মানুষদের পাশাপাশি আরেকটি বাসার মানুষদের সাথেই একসাথে ঘরের ভেতর দেখা করবার৷

শুধু ঘরের ভেতরেই নয়, গণপরিসরেও কড়াকড়ি বাড়ানোর প্রস্তাব রয়েছে সেই খসড়ায়৷ ঘরের বাইরে, এক বাসার মানুষ আরেকটি বাসার মাত্র দু'জনের সাথে দেখা করতে পারবেন৷

কিন্তু এখন পর্যন্ত এগুলি প্রস্তাবমাত্র৷ সোমবার আলোচনা শেষে জানা যাবে রাজ্যভিত্তিক ও কেন্দ্রীয় সিদ্ধান্ত৷

যেভাবে আসতে পারে বদল

প্রস্তাবিত খসড়ায় স্কুলের ভেতর কড়াকড়ির বাড়ানোর কথা বলা হয়েছে৷ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্কুলচত্বরের সর্বত্র বাধ্যতামূলক করা হয়েছে নাক-মুখ ঢাকা মাস্ক৷ একটি ক্লাসের সাধারণ ছাত্রসংখ্যাকে দু-তিনটি ভাগে বিভক্ত করে চলবে পাঠদানের কাজ৷

এছাড়া, বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রতি সপ্তাহে একটি করে এফএফপি-২ মাস্ক পাবেন৷ শুধু তাই নয়, স্কুল থেকে করোনা সংক্রমণ ঠেকাতে হালকা সর্দি-জ্বর বা কোনো ধরনের ঠাণ্ডা লাগার উপসর্গ থাকলেই সেই ব্যক্তিকে স্কুলচত্বরে না আসতে ও কোয়ারান্টাইন মেনে চলতে বলা হবে৷

শনিবারেই একটি ভিডিও বার্তায় ম্যার্কেল সতর্ক করে জানিয়েছিলেন যে জার্মানদের জন্য এমন শীতকাল পরীক্ষার সমান৷ সোমবারের পর, আবার ২৩ নভেম্বর জার্মান চ্যান্সেলর ও রাজ্যের নেতৃত্ব বৈঠকে বসবেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে৷ দু'টি বৈঠকেই তাঁরা মাথায় রাখবেন সংক্রমণের ধারা৷

এসএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)