1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা মামলা

১৮ এপ্রিল ২০১২

গোয়েন্দা বিভাগের তদন্ত ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে আদালত বলে, ব়্যাবের তদন্ত মনিটরিং করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে৷ প্রথম পর্যায়ে থানা পুলিশের তদন্তে কোনো ব্যর্থতা আছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে৷

https://p.dw.com/p/14fmH
ছবি: DW/Harun Ur Rashid Swapan

হাইকোর্টের নির্দেশে বুধবার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চে হাজির হন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা রবিউল আলম৷ আদালত তাঁদের কাছে সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি জানতে চাইলে তাঁরা বলেন, আধুনিক প্রযুক্তি এবং গুপ্তচর নিয়োগ করেও গত তিন মাসে তাঁরা হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেননি৷

এরপর মনিরুল ইসলাম তদন্তে ব্যর্থতার কথা স্বীকার করেন আদালতের কাছে৷ আদালত এই ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ব়্যাবকে তদন্ত করার নির্দেশ দেয়৷ এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেয় আদালত৷ কমিটি ব়্যাবের তদন্ত কাজে সহায়তা করবে৷ যা সাংবাদিকদের জানান সুষ্ঠু তদন্তের জন্য রিট দায়ের করা আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ৷

DW Redakteur Sagar Sarowar Dhaka
সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য এখনো অজানাছবি: DW

হত্যাকাণ্ডের প্রাথমিক পর্যায়ে মামলার তদন্ত করেছে ঢাকার শেরেবাংলা নগর থানা পুলিশ৷ মামলার আলমত নষ্টসহ অন্য কোনোভাবে ঐ তদন্তে কোনো ব্যর্থতা আছে কিনা - তাও তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে৷ জানালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাঁদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে৷ গত তিন মাসেও পুলিশ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি৷ গ্রেপ্তার করতে পারেনি কোনো অপরাধীকে৷ আদালত তাই ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের আজ হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সংবাদ সম্মেলনে ১০ দলের অধিনায়ক
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান