1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজপথে ব্লগাররা

৯ এপ্রিল ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজপথে নামলেন বাংলা ব্লগাররা৷ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা৷

https://p.dw.com/p/14ZnM
ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন বাংলা ব্লগাররা৷ তাদের এই আন্দোলন শুরু হয় ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে৷ সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন ব্লগাররা৷ কিন্তু সেই কর্মসূচি স্থগিত হওয়ায় ক্ষুব্ধ ব্লগাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ, বিক্ষোভে অংশ নেন৷

মাধ্যম ব্লগ, ইউটিউব

ব্লগারদের এই আন্দোলনের খবর প্রকাশ হয়েছে একাধিক কমিউনিটি বাংলা ব্লগে৷ ইউটিউবে এসংক্রান্ত ভিডিও প্রকাশ করেছেন ব্লগার নাহুয়াল মিথ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে ব্লগার আবু সুফিয়ান এই কর্মসূচির বিষয়ে লিখেছেন, ‘‘সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলা কমিউনিটির ব্লগারদের এটাই প্রথম প্রকাশ্য প্রতিবাদ কর্মসূচি''৷ ডয়চে ভেলেকে আবু সুফিয়ান বলেন, ‘‘দুই মাস পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় কোন খুনিকে সনাক্ত করা যায়নি, গ্রেপ্তার করা হয়নি৷ এবং বিচারের যে আশ্বাস, সেই আশ্বাসটুকু আমরা পাইনি৷''

Bangladesch Mord an Journalisten - Blogger protestieren in Dhaka April 2012
আন্দোলনরত ব্লগারদের একাংশছবি: Ireen Sultana

অনুসন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাত এই ব্লগার বলেন, ‘‘আমার হঠাৎ করেই লক্ষ্য করলাম, গত ৭ এপ্রিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের তাঁর বাসায় চায়ের দাওয়াত দেন এবং সেই চায়ের দাওয়াতের পর সাংবাদিক নেতারা আন্দোলন কর্মসূচি আবারো এক মাস পিছিয়ে দেন৷ হঠাৎ এই সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি এবং বাংলা ব্লগার কমিউনিটি অনেকটা ক্ষুব্ধ হয়েছি''৷

ধারাবাহিক কর্মসূচি

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্লগার আইরিন সুলতানা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই ব্লগার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগামী ১৫ এপ্রিল, সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ‘ব্লগ বিরতি' অর্থাৎ ‘ব্লগ ব্ল্যাকআউট' পালন করব আমরা৷ এটি একটি প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস রাখছি৷ ১৬ই এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রতিদিন যখন কোন ব্লগার আমাদের ব্লগ সাইটে আসবেন, তখন প্রথমেই একটি প্রতিবাদ ব্যানার দেখতে পাবেন''৷ ব্লগারদের এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে৷

BA/090412/Background: Blog show on Bloggers protest at Dhaka - MP3-Mono

উল্লেখ্য, সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে সামহোয়্যার ইন ব্লগ ডটকমে একটি বিশেষ ব্যানার যোগ করা হয়েছে৷ সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর থেকে দিন গণনা করা হচ্ছে ‘আমরা ব্লগার' শিরোনামের এই ব্যানারে৷ সোর্সকোডসহ প্রকাশ করায় এই ব্যানারটি অন্যান্য ওয়েবসাইটেও ব্যবহার করা সম্ভব৷ 

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য