বিদ্যুত অবশ্যই দরকার, বিশেষ করে গরিবদের তো আরো বেশি দরকার৷ তারপরও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে তা হবে মর্মান্তিক৷ একদিকে দেশের-দশের প্রয়োজন, অন্যদিকে পরিবেশ বিপর্জয়ের ভয়৷
‘কোনো ক্ষতি হবে না' – এই তত্ত্ব নিয়েই চলছিল রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাজ৷ পরে অবশ্য যুক্তি-তর্ক দিয়ে প্রমাণ করা গেল যে, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশ দূষণ হবেই এবং এতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন৷