যুবায়ের আহমেদের সাংবাদিকতার শুরু বাংলাদেশে ২০০৬ সালে৷ বাংলাভিশন ও মাছরাঙা টেলিভিশনে কাজ করেছেন ক্রীড়া, রাজনীতি, জ্বালানি ও পরিবেশ এবং অর্থনীতি নিয়ে৷
২০১৮ সালে ডয়চে ভেলেতে কাজ শুরুর আগে একাধিক ফেলোশিপ নিয়ে পড়েছেন ও কাজ করেছেন সিঙ্গাপুর ও ফিলিপিন্সে৷
সাংবাদিকতা ও মনোবিজ্ঞান উভয় বিষয়েই স্নাতকোত্তর করা যুবায়ের এখন জলবায়ু ও পরিবেশ নিয়ে বিশেষ আগ্রহ নিয়ে কাজ করেছেন৷ এছাড়া রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোও তার কাজে প্রাধান্য পায়৷
বিশেষ করে বিভিন্ন দেশের নির্বাচন তার আগ্রহের ইস্যু৷ বাংলাদেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় নির্বাচন তো বটেই ডয়চে ভেলের হয়ে তিনি ভারত, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের নির্বাচন নিয়ে কাজ করেছেন৷
ডয়চে ভেলের নানান ডিজিটাল প্লাটফর্ম ও টিভির জন্য তিনি বাংলা ও ইংরেজি ভাষায় কাজ করেন৷ স্বল্প ও দীর্ঘ অনুসন্ধানী- উভয় ফর্মেটেই কাজ করেন তিনি৷ পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার৷
একইসঙ্গে পরিবেশ সাংবাদিকতা, গঠনমূলক সাংবাদিকতা, অভিবাসন সাংবাদিকতা ও ভিডিও (ডিজিটাল ও টিভি) সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেন৷
জার্মানির বন-এ একটি ক্রিকেট ক্লাবে খেলেন তিনি৷