1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমালি

মালিতে সেতু থেকে বাস নিচে, মৃত ৩১

২৮ ফেব্রুয়ারি ২০২৪

বাসে স্থানীয় মানুষ ও বিদেশিরা ছিলেন। বুরকিনা ফাসোর কাছে তা সেতু থেকে পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

https://p.dw.com/p/4cxmH
মালিতে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।
রাস্তার খারাপ অবস্থা, য়ানবাহনের হাল খারাপ বলে মালিতে প্রায়ই দুর্ঘটনা হয়। ছবি: Maimouna Moro/AFP/Getty Images

মালিতে সড়ক দুর্ঘটনা প্রায়ই হয়। খারাপ রাস্তা ও যানবাহনের খারাপ অবস্থার জন্য দুর্ঘটনা ঘটে।

মালির সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণপশ্চিম মালিতে মঙ্গলবার এই দুর্ঘটনায় ৩১ জন মারা গেছেন।

দুর্ঘটনা সম্পর্কে যা জানা গেছে

পরিবহন মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, বাসটি বুরকিনা ফাসোতে যাচ্ছিল। সেই সময় এটা উল্টে যায়।

দুর্ঘটনায় ৩১ জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন। কয়েজনের আঘাত গুরুতর।

বিবৃতিতে জানানো হয়েছে, নদীর উপরে সেতু থেকে বাসটি নিচে পড়ে যায়। বাসে মালির মানুষ ছাড়া পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের মানুষ ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)