1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্য

ভারত নয়, ডিএসই’তে আসছে চীন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৪ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার কেনার জন্য আবেদন করেছে চীন এবং ভারতের দু'টি কনসোর্টিয়াম৷ এর মধ্যে চীনের প্রস্তাবই আকর্ষণীয় বিবেচনায় পছন্দের শীর্ষে রেখেছে ডিএসই৷ বাকিটা এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়৷

https://p.dw.com/p/2tGZb
Bangladesch - Börse in Dhaka
ছবি: picture alliance / Photoshot

ডিএসই'র মালিকানার অংশীদার হতে সক্রিয় বিদেশি দু'টি জোটের একটি জোট বা কনসোর্টিয়াম হলো চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ মিলে৷ অন্যটি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই), যুক্তরাষ্ট্রের নাসদাক ও বাংলাদেশি প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার বাংলাদেশ মিলে গঠিত হয়েছে৷

জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশনের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে ডিএসই'র ডাকা শেয়ার বিক্রির দরপত্রে অংশ নিয়ে চীনের জোটটি প্রতিটি শেয়ারের জন্য সর্বোচ্চ দর প্রস্তাব করে৷ তারা প্রতিটি শেয়ারের দাম প্রস্তাব করে ২২ টাকা৷

ভারতের জোট চীনের থেকে দর প্রস্তাবে পিছিয়ে আছে৷ তারা প্রতিটি শেয়ারের দাম প্রস্তাব করে ১৫ টাকা৷ ভারত এর সঙ্গে ডিএসসি'র দু'টি পরিচালকের পদও চায়৷ আর তারা পাঁচ বছর পর আবার এই শেয়ার বিক্রি করে দেয়ার কথা বলেছে তাদের প্রস্তাবে৷

অন্যদিকে চীন দীর্ঘদিন ডিএসইতে থাকতে চায়৷ আর তারা পরিচালকের পদ চায় একটি৷ তারা একইসঙ্গে ৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের কারিগরি সহায়তা দেয়ার কথাও বলেছে প্রস্তাবে৷ কিন্তু ভারতের প্রস্তাবে উন্নয়নের কথা থাকলেও কত অর্থ ব্যয় করবে তা সুনির্দিষ্ট করে বলা নাই৷

সব মিলিয়ে চীনের প্রস্তাব আকর্ষণীয় হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি ডিএসই'র পর্ষদ সভায় চীনা দুই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকে অংশীদার করতেই সিদ্ধান্ত নেয়া হয়৷ এর আগের সভাতেই তারা এই সিদ্ধান্ত নেয়৷ তবে ভারতের পক্ষে নানামুখী চাপের কারণে দ্বিতীয়বারের মত পর্ষদ সভা করা হয় বলে জানা গেছে৷ তবে সেখানেও আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়৷

‘ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় উন্নতি হবে৷ দক্ষতা বাড়বে৷ আধুনিকায়ন হবে’

ডিএসই'র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ও ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান ওই দিন সাংবাদিকদের জানান, ‘‘দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ এবং জাতীয় স্বার্থ- উভয় দিক বিবেচনা করেই পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে৷ আইন অনুযায়ী পর্ষদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন লাগবে৷''

ডিএসই গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তাদের প্রস্তাব জমা দিয়েছে৷ চীনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেও বিবেচনার জন্য ডিএসই চীন ও ভারতের দু'টি প্রস্তাবই পাঠিয়েছে বিএসইসি'র কাছে৷

তাদের প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য বৃহস্পতিবারই জরুরি সভা করে বিএসইসি চার নির্বাহী পরিচালকের সমন্বয়ে একটি কমিটি করেছে ৷ এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সংবাদমাধ্যমকে জানয়েছেন,‘‘কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিএসইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷''

দৈনিক সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০১০ সালে বাংলাদেশের পুঁজিবাজারে বড় ধ্বসের পর স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা করার আইন হয়৷ ব্যবস্থাপনা পৃথক করা সংক্রান্ত ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ডিএসই'র মোট শেয়ার ২৫০ সদস্যের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়৷ এসব শেয়ারের মধ্যে ৪০ শতাংশ সদস্যদের নিজেদের জন্য আলাদা করা হয়৷ বাকি ৬০ শতাংশ শেয়ার সদস্যদের বাইরে বিক্রির জন্য আলাদা করে ব্লক হিসেবে রাখা হয়৷ এই ৬০ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে হবে৷''

বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির ফল কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘ঢাকা স্টকএক্সচেঞ্জ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান না৷ তারা সাধারণ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রিও করেনা৷ তারা পরিচালনার সঙ্গে জড়িত৷ তাই এর শেয়ার কিনে যে সাধারণ বিনিয়োগকারীরা এখনই লাভবান হবেন তা নয়৷ তবে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় উন্নতি হবে৷ দক্ষতা বাড়বে৷ আধুনিকায়ন হবে৷ এটা হলে শেয়ার বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে৷ আর মনে রখতে হবে সাংহাই স্টক একচেঞ্জ বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং শেনজেন অষ্টম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ৷ তারা এখানেও বিনিয়োগ করে নিশ্চয়ই লাভ করতে চাইবে৷ তাই বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়ন তাদের ব্যবসার জন্যই তারা করবে৷ তারা নিজেরাও শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করবে৷''

‘দক্ষতা বাড়লে পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে’

ডিএসই'র মোট শেয়ার ১শ' ৮০ কোটি৷ আর প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা৷ সেই হিসেবে সব শেয়ারের মোট দাম ১ হাজার ৮শ' কোটি টাকা৷ ২৫ শতাংশ শেয়ারের দাম প্রতিটি ২২ টাকা দরে চীন প্রস্তাব করেছে ৯৯৩ কোটি টাকা৷ আর ভারত ১৫ টাকা দরে যে প্রস্তাব করেছে তাতে দাঁড়ায় ৬৬৭ কোটি টাকা৷

জাকির হোসেন আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘২৫ ভাগের বেশি শেয়ার স্ট্র্যাটেজিক পার্টনারদের কাছে বিক্রি করতে পারবে না ডিএসই৷ তাই এবার চীন ২৫ ভাগ কিনে ফেললে ডিএসই'র শেযার আর দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির সুযোগ থাকবেনা৷''

এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি৷ তবে একজন পরিচালক জানান, সব দিক বিচেনায় তাঁদের কাছে চীনের কনসোর্টিয়ামের প্রস্তাবই সেরা মনে হয়েছে৷ আরেকটি দেশের পক্ষে অনেক চাপ ছিল৷ তবে তাঁরা দেশের কল্যাণেই সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি আরো বলেন যে, আইন অনুযায়ী, আগামী ৮ মার্চের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ করতে হবে এবং তা করা হবে৷ আর আইনে ডিএসইর পর্ষদে কৌশলগত বিনিয়োগকারীর জন্য একটি পরিচালক পদ সংরক্ষিত রাখা হয়েছে৷ বিএসইসি'র অনুমোদন একটি আইনি প্রক্রিয়া৷

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘‘বিদেশি বিনিয়োগকারী নেয়া আইনি বাধ্যবাধকতারই অংশ৷ এখন স্টক এক্সচেঞ্জ তাদের স্বার্থে যাদের ভাল মনে করে তাদেরই নেবে৷''

ঢাকা বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ-এর প্রধান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মনে করেন, দর, উন্নয়ন পরিকল্পনা ও পরিচালকের সংখ্যা এই তিন বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে ডিএসইসি৷

‘‘এই তিন বিবেচনায় তাদের কাছে চীনই ভালো মনে হয়েছে৷ আমি ব্যক্তিগতভাবে এই বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করি৷ এতে ডিএসই'র মান এবং গ্রহণযোগ্যতার সাথে আন্তর্জাতিক পরিচিতি বাড়বে৷ এর প্রভাব পুঁজি বাজারেও পড়বে৷''

তবে তিনি মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সক্ষমতা বাড়াতে হবে৷ ‘‘তাদের পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করতে হবে৷ স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগ আসলে পুঁজি বাজারেও আসবে৷ আর সাধারণ বিনিয়োগকারীরাও এতে উৎসাহিত হবেন৷ তাই নিয়ন্ত্রক সংস্থা সক্ষম এবং দক্ষ না হলে সাধারণ বিনিয়োগকারীদের অতীতের মত যদি বিপদ হয় তাহলে তাদের রক্ষা করার কেউ থাকবে না৷'' ডয়চে ভেলেকে বলছিলেন তিনি৷ 

 

ডিএসই’র সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? মন্তব্য করুন নীচের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য