ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার এক সার্কুলারে আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে৷
আফ্রিকার এই সাত দেশ হলো: বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে৷ শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সার্কুলারে জানানো হয়েছে৷
আফ্রিকার এই দেশগুলো থেকে কোনো যাত্রী সরাসরি বাংলাদেশে এলে, অথবা গত ১৪ দিনের মধ্যে এসব দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকলে বাংলাদেশে আসার পর তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনের নিয়মটি প্রযোজ্য৷
কোয়ারান্টিনের দুই সপ্তাহ সরকার নির্ধারিত কিছু হোটেলে যাত্রীদের নিজ খরচে থাকতে হবে এবং বাংলাদেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জার্মানি
সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোট আটটি দেশ থেকে শুধু জার্মান নাগরিক ও জার্মানিতে বাস করার অনুমতি আছে এমন ব্যক্তিরা বর্তমানে জার্মানিতে ঢুকতে পারছেন৷ এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ গত সপ্তাহ থেকে এই নিয়ম চালু হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য
সাময়িকভাবে স্থগিত রাখার পর সাউথ আফ্রিকার সঙ্গে আবারও বিমান যোগাযোগ চালু করেছে দেশটি৷ তবে ঐ দেশ ও তার প্রতিবেশী কয়েকটি দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের নিজ খরচে হোটেলে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
সুইজারল্যান্ড
সাউথ আফ্রিকাসহ কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চলসহ হংকং, ইসরায়েল, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মিশর, মালাউয়ি ও অন্যান্য দেশ থেকে যাওয়া ব্যক্তিদের করোনা টেস্ট রেজাল্ট দেখাতে হচ্ছে৷ সঙ্গে ১০ দিন কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র
বিশ্বের যে-কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার পর যাত্রীদের করোনা টেস্ট দেখাতে হবে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরুর একদিনের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে৷ আগে তিনদিনের মধ্যে পরীক্ষা করার নিয়ম চালু ছিল৷ এছাড়া যুক্তরাষ্ট্রের পৌঁছার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আবারও একটি পরীক্ষা করাতে হবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ক্যানাডা
জার্মানির মতোই ক্যানাডা সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে শুধু ক্যানাডার নাগরিক ও সে দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের সে দেশে ঢুকতে দিচ্ছে৷ তবে তাদের করোনা পরীক্ষা ও কোয়ারান্টিনের নিয়ম মানতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ইসরায়েল
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সব বিদেশিদের জন্য সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷ এছাড়া অসুস্থ ব্যক্তিদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার বিতর্কিত ব্যবস্থা আবারও চালু করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জাপান
ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসেবে জাপান সব বিদেশি নাগরিকদের সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ফিলিপাইন্স
পর্যটননির্ভর দেশটি টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য সে দেশে প্রবেশ সহজ করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখার চিন্তাভাবনা করা হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেটা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
আফ্রিকা
অ্যাঙ্গোলা, মিশর, মরিশাস, রুয়ান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশও সাউথ আফ্রিকা ও তার কয়েকটি প্রতিবেশী দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে৷
সেই সঙ্গে যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কোভিডমুক্ত' সনদ সাথে রাখতে হবে ৷ ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷
বাংলাদেশে হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও চতুর্দশ দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে৷ সংক্রমণ ধরা পড়লে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে৷
বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের করোনাভাইরাস নমুনা পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘কেউ কোয়ারান্টিন থেকে পালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’
গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল৷ সেই সময় কোয়ারান্টিন থেকে পালানোর বেশ কয়েকটি ঘটনা ঘটে৷
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ঠেকাতে আফ্রিকা থেকে ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক করা হলো৷
কোয়ারান্টিনে পাঠানোর আগে পাসপোর্ট রেখে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ হোটেল থেকে পালিয়ে গেলে হোটেলকেও জরিমানা করা হবে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
-
ওমিক্রনের প্রভাব
বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
ওমিক্রন ঠেকাতে রোববার মাঝরাত থেকে ইসরায়েলে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে৷ মঙ্গলবার থেকে একই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে জাপান৷ দেশটিতে এখনও ওমিক্রনে আক্রান্ত কাউকে পাওয়া না গেলেও এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ এজন্য সমালোচনা শুনতেও রাজি আছেন বলে জানান তিনি৷ কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তা অবশ্য জানাননি তিনি৷
-
ওমিক্রনের প্রভাব
এখন পর্যন্ত যেসব দেশে পাওয়া গেছে
ওমিক্রন সংক্রমণের কথা প্রথম জানায় সাউথ আফ্রিকা৷ এরপর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইটালি, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে ওমিক্রন পাওয়া গেছে৷
-
ওমিক্রনের প্রভাব
পর্তুগালেও?
পর্তুগালের শীর্ষ ফুটবল লিগে খেলা ক্লাব বেলিনেজিস লিসাবনের ১৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ সেগুলো ওমিক্রন সংস্করণের হতে পারে বলে সোমবার দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে৷ তারা বলছে ক্লাবটির একজন খেলোয়াড় সম্প্রতি সাউথ আফ্রিকা সফর করেছেন৷
-
ওমিক্রনের প্রভাব
ঝুঁকি ‘অনেক বেশি’
ওমিক্রনে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ওমিক্রনের বৈশ্বিক ঝুঁকি ‘অনেক বেশি’ বলে জানিয়েছে৷ অবশ্য করোনার এই নতুন সংস্করণ ভবিষ্যতে ঠিক কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও বেশি কিছু জানেন না বলেও মনে করছে ডাব্লিুএইচও৷ এর আগে ওমিক্রন সংস্করণকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছিল সংস্থাটি৷
-
ওমিক্রনের প্রভাব
মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্ত খুললো
করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্তের জোহর-সিঙ্গাপুর কজওয়ে ব্রিজ খুলে দেয়া হয়েছে৷ ওমিক্রনের কারণে সেটা আবারও শিগগিরই বন্ধ করতে হবে না, বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়ান লং৷ ছবিতে ব্রিজ দিয়ে একটি বাস চলতে দেখা যাচ্ছে৷
-
ওমিক্রনের প্রভাব
অস্ট্রেলিয়ায় সীমান্ত খোলার পরিকল্পনা স্থগিত
বুধবার থেকে দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমান্ত খোলার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ওমিক্রনের কারণে সোমবার সেই পরিকল্পনা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত পাঁচজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷