1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাজমা থেরাপি নিয়েছেন জাফরুল্লাহ

২৭ মে ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা থেরাপি নিয়েছেন৷ প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি৷

https://p.dw.com/p/3cp5B
ছবি: DW/H. Ur Rashid Swapan

জাফরুল্লাহ তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট দিয়ে পরীক্ষা করে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

মঙ্গলবার বিকালে তিনি বিডিনিউজকে প্লাজমা থেরাপি নেয়ার কথা জানান৷

৭৯ বছর বয়সি জাফরুল্লাহ বলেন, ‘‘আমি আজকে বিকালে ‘ও’ পজেটিভ ব্লাড গ্রুপের ২০০ এমএল প্লাজামা নিয়েছি৷ এখন আমি ভালো অনুভব করছি৷’’

কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও শুরু হয়েছে৷ এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে৷

প্লাজমা দিন জীবন বাঁচান

গণস্বাস্থ্য উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ নামের ব়্যাপিড টেস্টিং কিট এখনও সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি৷ তাদের উদ্ভাবিত কিট অনুমোদনে সরকারের স্বাস্থ্য বিভাগ গড়িমসি করছে অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছিলেন জাফরুল্লাহ৷

বাংলাদেশে এখন পর্যন্ত কেবল ‘রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ বা আরটি-পিসিআর পদ্ধতিতেই করোনা ভাইরাস পরীক্ষা করার অনুমতি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত৷

তবে জাফরুল্লাহ আরটি-পিসিআর টেস্ট করাবেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘পিসিআর টেস্ট কেন করব? আমি তো ব়্যাপিড কিট দিয়ে টেস্ট করে দেখেছি৷ আবার কেন? এটা (পিসিআর) অপ্রয়োজনীয়৷’’

জাফরুল্লাহ দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছেন৷ তাঁর নিয়মিত ডায়ালিসিস করাতে হয়৷ প্রতি সপ্তাহে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালিসিস করে থাকেন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ধানমণ্ডির বাসায় একটি কক্ষে তিনি আইসোলেশনে রয়েছেন এবং সেখানেই কিডনি ডায়ালিসিস করেছেন৷

‘প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খোঁজ নিয়েছেন’

জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর খবর নিয়েছেন৷ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও৷

স্বাধীনতা পদকে ভূষিত জাফরুল্লাহ জনগণের কাছে দোয়া চেয়েছেন৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

১৯ মে’র ছবিঘরটি দেখুন...