1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

নারী ও শাড়ি

সম্প্রতি দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে ‘শাড়ি’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে৷ শাড়ি বিষয়ক সেই প্রবন্ধ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়৷

বিশিষ্ট্য সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ রচিত সেই প্রবন্ধে উঠে এসেছে বাঙালি মেয়েদের দৈহিক গঠনের অসমতা, আর শাড়ি তাদের কতটা আবেদনময়ী করে তোলে সেই আলাপ৷ তাতেই ক্ষেপেছেন পাঠক সমাজ৷ নারী-পুরুষ নির্বিশেষে এই প্রবন্ধ নিয়ে পক্ষ-বিপক্ষ লড়াইয়ে দাঁড়িয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷