1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নয় বছর ধরে কারাবন্দি বাদাউয়ি

১৭ জুন ২০২১

ধর্মনিরপেক্ষতা সমর্থনের মাধ্যমে ‘ইসলাম অবমাননা' করার অভিযোগে ২০১২ সালের জুন মাসে সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়িকে আটক করা হয়৷

https://p.dw.com/p/3v591
Frankreich Sacharow-Preis l Ensaf Haidar hält Bild von ihrem Mann Raif Badawi
ছবি: Patreich Ertzog/AFP/Getty Images

এরপর অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালে বাদাউয়িকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ এছাড়া দুই কোটি ২৮ লাখ টাকা জরিমানা ও তাকে এক হাজার বার দোররা মারার নির্দেশ দেয়া হয়৷

নিজের তৈরি ওয়েবসাইট ‘ফ্রি সৌদি লিবারেলস'-এ ব্লগ লিখতেন বাদাউয়ি৷

বাদাউয়ির মুক্তির দাবিতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন অতীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে৷ ১৭ জুন বাদাউয়ির কারাবন্দির নয় বছর পূর্তিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে৷ এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ২০১৫ সালে বাদাউয়িকে শাখারভ পুরস্কার দিয়েছে৷ একই বছর ডয়চে ভেলের ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ডও পান বাদাউয়ি৷

আন্তর্জাতিক চাপের কারণে বাদাউয়ির কারাদণ্ডের মেয়াদ না কমলেও বেত্রাঘাতের সংখ্যা কমেছে৷ ২০১৫ সালের জানুয়ারিতে একটি মসজিদের সামনে প্রকাশ্যে তাকে ৫০ বার বেত্রাঘাত করা হয়৷ এরপর আর তাকে ঐ শাস্তি পেতে হয়নি৷

আদালতের রায় অনুযায়ী ১০ বছর কারাভোগের পর আগামী ফেব্রুয়ারিতে তার মুক্তি পাওয়ার কথা৷

ক্যানাডার নাগরিকত্ব?
তিন সন্তান নিয়ে বর্তমানে ক্যানাডায় বাস করছেন বাদাউয়ির স্ত্রী এনসাফ হায়দার৷ সম্প্রতি বাদাউয়িকে ক্যানাডার নাগরিকত্ব দিতে সে দেশের সংসদে বিল পাস হয়েছে৷ ফলে যে-কোনো সময় ক্যানাডার নাগরিকত্ব পেতে পারেন রাইফ বাদাউয়ি৷ তবে সৌদি আরব দ্বৈত নাগরিকত্ব অনুমোদন না করায় এবং বাদাউয়ির উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় জেল থেকে ছাড়া পাওয়ার পরও তিনি ক্যানাডা যেতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে৷

২৬ বছরের মুস্তাফার মৃত্যুদণ্ড কার্যকর
২০১১ ও ২০১২ সালে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ার দায়ে এই সপ্তাহে ২৬ বছর বয়সি মুস্তাফা আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব৷ ঘটনায় সময় মুস্তাফার বয়স ১৮ বছরের কম ছিল এই যুক্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড না দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা৷

ক্যার্স্টেন ক্নিপ, ক্যাথরিন শায়ের/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য