1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্মানিত সৌদি ব্লগার

১৬ ডিসেম্বর ২০১৫

একদিকে সন্ত্রাস দমন জোট, অন্যদিকে বিক্ষুব্ধদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি৷ সৌদি ব্লগার রাইফ বাদাউয়ি সরকারের রোষের শিকার হয়ে কারাবন্দি৷ তাঁর স্ত্রী এনসাফ হায়দার স্ট্রাসবুর্গে তাঁর স্বামীর হয়ে সাখারভ পুরস্কার গ্রহণ করলেন৷

https://p.dw.com/p/1HOE1
ছবি: DW/B. Riegert

বুধবার দুপুরে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে সাখারভ পুরস্কার গ্রহণ করেন এনসাফ হায়দার৷

ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সামনে এনসাফ হায়দার তাঁর স্বামীর পরিস্থিতি তুলে ধরেন৷

প্রশ্ন হলো, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব কি বাদাউয়িকে শেষ পর্যন্ত মুক্তি দেবে? বুধবার স্বামীর হয়ে পুরস্কার গ্রহণ করার আগে এনসাফ হায়দার একটি সাক্ষাৎকারে এ বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন৷

সৌদি আরবে মানবাধিকার, নারী অধিকার ও মত প্রকাশের অধিকারের অভাব নিয়ে বিতর্কের শেষ নেই৷ সম্প্রতি এক সংস্কারের মাধ্যমে নারীদের ভোটাধিকার ও প্রশাসনে নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷

সামান্য এই অগ্রগতি অবশ্য অন্যান্য ক্ষেত্রে সৌদি আরবের বিতর্কিত ভূমিকা আড়াল করতে পারছে না৷ ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম দেশগুলির একটি জোট গঠন করেও সমালোচনার মুখে পড়েছে সে দেশ৷ এমনকি সেই ‘জোট'-এর কয়েকটি দেশের সরকারও বিস্ময় প্রকাশ করছে৷

এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশ যাতে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ না করে, সেই মর্মে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য