1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিবারের কারণে পর্যটকের ঢল

২৩ মে ২০১৯

ক্যানাডার পপ তারকা জাস্টিন বিবারের ২০১৫ সালে প্রকাশিত এক মিউজিক ভিডিওতে আইসল্যান্ডের অসাধারণ প্রকৃতি দেখা গেছে৷ এরপর থেকে এখন পর্যন্ত ঐ এলাকায় প্রায় দশ লক্ষ পর্যটক গেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে৷

https://p.dw.com/p/3Iw81
ছবি: picture-alliance/AP Photo/E. Bjarnason

ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন নামের ঐ এলাকায় বিবারের ‘আই উইল শো ইউ’ গানের মিউজিক ভিডিও ধারণ করা হয়৷ ২০১৫ সালের নভেম্বরে ইউটিউবে আপলোড হওয়া ভিডিওটি এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৪ কোটি বার দেখা হয়েছে৷

তরুণদের মধ্যে অসম্ভব জনপ্রিয় এই তারকার ফ্যানদের কাছে ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন এখন অবশ্যই দর্শনীয় স্থানের একটি হয়ে উঠেছে৷ এলাকাটি যখন পর্যটকদের জন্য বন্ধ থাকে, তখন কোনো ফ্যান সেখানে গেলে ঘুসের বিনিময়ে হলেও স্থানটি দেখতে চান বলে জানিয়েছেন ঐ এলাকার রেঞ্জার হানা ইয়োহানসডটির৷ তিনি বলেন, বেশিরভাগ পর্যটকই তাঁকে ঘুস হিসেবে তাঁদের নিজেদের দেশের খাবার অফার করে থাকেন৷ সম্প্রতি নাকি তাঁকে বিনামূল্যে দুবাই সফরের অফারও দেয়া হয়েছিল!

এমনিতেই অবশ্য আইসল্যান্ড পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত হয়ে উঠছে৷ গতবছর প্রায় ২৩ লক্ষ পর্যটক দেশটিতে গেছেন৷ আট বছর আগে সংখ্যাটি ছিল মাত্র ছয় লক্ষ৷

এদিকে, এত পর্যটকের কারণে ফিয়াথরোরগ্লিয়ুভার ক্যানিয়ন এলাকার পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ৷ এর জন্য জাস্টিন বিবারকেও দায়ী করতে ছাড়ছেন না অনেকে৷ তবে পরিবেশমন্ত্রী গুডমুন্ডুর ইঙ্গি গুডব্রানসন বলেন, ‘‘পুরো বিষয়টার জন্য জাস্টিন বিবারকে দায়ী করা একেবারে সরলীকরণ হয়ে যাবে৷’’ সেই সঙ্গে তিনি বিখ্যাত ও প্রভাবশালী তারকাদের তাঁদের কার্যক্রমের প্রভাবের বিষয়টিও মাথায় রাখার অনুরোধ জানিয়েছেন৷

জেডএইচ/এসিবি (এপি)

২০১৭ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য