1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো বাড়ি সংস্কার

৪ অক্টোবর ২০১৮

পুরানো বাড়ি অক্ষত রেখে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে মনের মতো গড়ে তোলার কাজ কঠিন হলেও শেষ পর্যন্ত নির্ভেজাল আনন্দ পাওয়া যায়৷ আইসল্যান্ডের এক পরিবার সেভাবে নিজেদের বসতবাড়ির রূপান্তর ঘটিয়েছেন৷

https://p.dw.com/p/35wZC
ছবি: picture-alliance/blickwinkel/M. Lohmann

আইসল্যান্ডের রাজধানী রেইকইয়াভিকের উপকণ্ঠে আনা গুনার্সডোটির-এর বাসভবন৷ কংক্রিট দিয়ে তৈরি আধুনিক ভিলা, যার একটা নিজস্ব চরিত্রও রয়েছে৷

এলাকার বেশিরভাগ বাড়িঘরের মতো এটিও গত শতাব্দীর ষাটের দশকে তৈরি হয়েছিল৷ আনা ও তাঁর স্বামী সমসাময়িক শৈলি অনুযায়ী ও চারিপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে বাংলোটি সংস্কার করেছেন৷ তিনি বলেন, ‘‘আলো ও প্রকৃতির সংস্পর্শে আমি এখানে থাকতে পছন্দ করি৷ ঘরে-বাইরে বেশ একটা ভারসাম্য রয়েছে৷ সেই সংযোগ অনুভব করে আরামে থাকা যায়৷’’

২০১৫ সালে সংস্কারের পরিকল্পনা হয়৷ প্রথমে আনা শুধু রান্নাঘর ও খাবার ঘর নতুন করে সাজাতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত গোটা বাড়ির নবায়ন করা হয়৷ আনা ও তাঁর স্বামীর জন্য বাড়িতে যথেষ্ট জায়গা রয়েছে৷ তাঁদের কন্যাও প্রায়ই বাবা-মায়ের কাছে আসেন৷ আনা গুনার্সডোটির বলেন, ‘‘সংস্কারের জন্য প্রথমে যখন সবকিছু ভাঙা বা খোলা হচ্ছিল, তখন জানতাম না শেষ পর্যন্ত বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে৷ আমরা ভাবি নি, এত কিছু হবে৷ ধাপে ধাপে কাজ বেড়ে গেলেও সেই কাজ করে বেশ আনন্দ পেয়েছি৷’’

বাড়ির আগের অবস্থার কিছুই প্রায় অবশিষ্ট নেই৷ সংস্কারের সময় এক শ্রমিকের মাথায় এমন এক আইডিয়া আসে, যা সত্যি কার্যকর করা হয়েছিল৷ স্মৃতিচারণ করতে গিয়ে আনা বলেন, ‘‘তিনি একটি জানলা তৈরি করতে বাথরুমের দেওয়ালের একটি অংশ কেটেছিলেন৷ সেই টুকরো থেকে ল্যাম্প তৈরির আইডিয়া তাঁর মাথায় আসে৷ শুধু এটি দেখেই আমার বাড়ির পুরানো রূপের কথা মনে পড়ে৷’’

নতুনত্বের মধ্যে রয়েছে খোলামেলা বসার ঘর৷ তবে তার মধ্যেও নানা কোণে নিভৃতে আরাম করার উপায় রয়েছে৷ যেমন বাড়ির মাঝেই টেলিভিশন দেখার আলাদা একটি কোণ৷ অথবা পেছনের দিকে কাজের জায়গা৷ বাড়ির অন্দরমহলে ফায়ারপ্লেসের জন্য আলাদা একটি ঘর সৃষ্টি হয়েছে৷ ভ্রমণের সময়ে সংগ্রহ করা নানা বস্তু সেখানে সাজানো রয়েছে৷ রয়েছে কিছু মৌলিক আসবাবপত্র৷ বাড়ির মালিক ঘর সাজানোর ক্ষেত্রে উচ্চমান ও ধারাবাহিকতা পছন্দ করেন৷

আনা গুনার্সডোটির-এর বাংলোর ভেতরে প্রায় ৩৪৫ বর্গ মিটার জায়গা রয়েছে৷ সেইসঙ্গে নতুন করে সাজানো বাইরের অংশও রয়েছে৷ আইসল্যান্ডের ঐতিহ্য অনুযায়ী উষ্ণ পানিতে স্নানের ব্যবস্থাও রয়েছে৷ পুরানো বাথটাবগুলিকেই সংস্কার করে সেই কাজ করা হয়েছে৷ আনা গুনার্সডোটির বলেন, ‘‘বাড়ি অতীতের অবস্থাও আমি পছন্দ করতাম৷ তাই যা কিছু সম্ভব ব্যবহার করার চেষ্টা করেছি৷ অন্য বস্তুগুলি ভেঙে নতুন করে ব্যবহার করা সম্ভব৷’’

অতীতের রূপ ও সংস্কারের পরের অবস্থা – দুই সময়েরই সেরা বস্তুগুলি নিয়ে আনা নিজের সাধের বাসা গড়ে তুলেছেন৷

গ্যোনা কেটেলস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য