1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
জার্মানির সাতটি হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের চিকিৎসকরা৷ গুরুতর আঘাত ও পোড়ার চিকিৎসার প্রশিক্ষণ এর মধ্যে অন্যতম৷
জার্মানির বখুমে একটি হাসপাতালে ইউক্রেনের চিকিৎসকরাছবি: Robin Jopp
স্বাস্থ্যজার্মানি

জার্মানিতে ইউক্রেনের ডাক্তারদের প্রশিক্ষণ

৬ ফেব্রুয়ারি ২০২৩

জার্মানির সাতটি হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের চিকিৎসকরা৷ গুরুতর আঘাত ও পোড়ার চিকিৎসার প্রশিক্ষণ এর মধ্যে অন্যতম৷

https://p.dw.com/p/4N9rs

জার্মানির পশ্চিমাঞ্চলের বোখুম শহরের ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ইউক্রেনের একজন মৃত্যুর সাথে লড়ছে৷ নিবিড় পরিচর্যা বিভাগে ইউক্রেনের দুজন ডাক্তার তাদের পর্যবেক্ষণ করছেন৷ সাথে আছেন জার্মান কয়েকজন সহকর্মী৷ রোগীর অবস্থা ও তার চিকিৎসা সম্পর্কে ইউক্রেনের ডাক্তাররা অনেক কিছু জানতে চাচ্ছেন৷ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন জার্মান সহকর্মীরা৷

তাদের একজন তেতিয়ানা বুরিয়াক আর অন্যজন দিমিত্রো সাদিরাকা৷ বুরিয়াক ডিনিপ্রো শহর ও সাদিরিকা রাজধানী কিয়েভ থেকে এসেছেন৷ দুজনই ইউক্রেন যুদ্ধে আহত ও অন্যান্য গুরুতর পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন৷

গত বছর জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লোটারবাস ইউক্রেন সফরের পর প্রতিষ্ঠিত এক হাসপাতাল কর্মসূচির সুবিধা নিতে বোখুমে আসা ইউক্রেনীয় চিকিৎসকদের তৃতীয় দম্পতি হচ্ছেন তারা৷ সফরের সময় জার্মান মন্ত্রী আহতদের সাহায্যের জন্য আরও কিছু করার অঙ্গীকার করেছিলেন৷

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন বছরের শিশুরা

এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ইউক্রেনে গুরুতর আহত রোগীদের চিকিৎসা করেছে এমন সব ডাক্তারের সঙ্গে জার্মান বিশেষজ্ঞরা দক্ষতা ভাগভাগি৷ কিয়েভের সিটি ক্লিনিক্যাল হসপিটালের বার্ন সেন্টার থেকে ইতিমধ্যে অনেক ডাক্তারকে ইন্টার্নশিপের জন্য জার্মানিতে পাঠিয়েছে৷

২০২২ সালের শেষ পর্যন্ত ৩০ ইউক্রেনীয় ডাক্তার এতে অংশ নিয়েছেন৷ এ বছরের জানুয়ারিতে আরও ১০ জন এসেছেন৷

তবে বোখুম একমাত্র শহর নয় যেখানে ইউক্রেন থেকে এসে ইন্টার্নশিপ করতে পারে এবং অধিকতর প্রশিক্ষণ নিতে পারে৷ লুডভিগশাফেন, ডুইসবার্গ, হালে, হামবুর্গ, মুরনাউ এবং টুবিঙ্গেনের ক্লিনিকগুলোতেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য তারা যোগ দিচ্ছেন৷

বুরিয়াক বলেন, তার সার্জন সহকর্মীরা তার আগে জার্মানিতে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা ইতিমধ্যে তাদের নতুন জ্ঞানকে কাজে লাগাচ্ছেন৷

দানিলো বিলেক/একেএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

এই আইনের বিরোধিতা করে পথে নেমেছে একাধিক সংগঠন। ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের ‘অপব্যবহার' চলছেই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান