1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা আবার হানা দিতে পারে জার্মানিতে

২৬ মে ২০২০

লকডাউন শিথিলের প্রক্রিয়া শুরু হতেই সতর্ক করে দিলেন জার্মানির দুই ডাক্তার। তারা বলছেন, গ্রীষ্মের ছুটিতে আরো  ভয়াবহ রূপে ফিরতে পারে করোনা ভাইরাস।

https://p.dw.com/p/3cm29
গ্রীষ্মের ছুটিতে আরো ভয়াবহ রূপে ফিরতে পারে করোনা ভাইরাস
ছবি: picture-alliance/dpa/C. Margais

রাজ্য সরকারগুলোর দাবির মুখে লকডাউন ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে জার্মানিতে। দোকানপাট, রেস্তোরাঁ, গির্জা খুলেছে।

ভীড় বাড়ছে সব জায়গায়। এর ফলে আবার বাড়ছে করোনা নিয়ে আতঙ্ক

জার্মানির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানায় ইতিমধ্যে লোকজন নতুন করে সংক্রমিত হতে শুরু করেছে। এর ফলে মুরমারলান্ডের এক রেস্তোরাঁয় মালিকসহ  ১০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া কয়েকটি গির্জাতেও সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

জার্মানির দুজন প্রখ্যাত চিকিৎসক মনে করেন, আগামী গ্রীষ্মের ছুটিতে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। সেরকম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে বলেও মনে করেন তারা।

ফ্রাংকফুট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চিকিৎসট মাক্স গেরেডস বার্তাসংস্থা ডিপিএকে বলেছেন, জার্মানিতে খুব বেশি মানুষের এখন ইমিউনিটি নেই। ফলে করোনার দ্বিতীয় স্রোত শুরু হলে সংক্রমণ এবং মৃত্যু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। আসন্ন গ্রীষ্মের ছুটিতে অনেক পর্যটক আসবে জার্মানিতে। সতর্ক না হলে তখন এমন পরিস্থিতির আশঙ্কা করছেন তিনি। লাইবনিৎস-এর হায়ো সিপ-ও তার সঙ্গে একমত।

ডেভিস ভ্যান ওডর্প/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য