1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক নারীকে ঘোড়ার আদর

২৭ জুলাই ২০১৬

এক নারীকে আদর করছে একটি ঘোড়া – ইউটিউবে প্রকাশিত এমন এক ভিডিও চমক সৃষ্টি করেছে৷ ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন বারো কোটির বেশি মানুষ৷

https://p.dw.com/p/1JWbX
Urlaub in Deutschland Schleswig-Holstein
ছবি: AP

ঘোড়া ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ তবে ঘোড়া মানুষকে কতটা ভালোবাসে সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকতে পারে৷ কখনো কখনো এমন খবরও পাওয়া যায় যে, ঘোড়া পিঠ থেকে ফেলে দিয়েছে মালিককে৷ কিংবা পোষ মানতে চাচ্ছে না কিছুতেই৷

যাই হোক, এই ভিডিওটি অবশ্য দিচ্ছে সম্পূর্ণ ভিন্নবার্তা৷ এখানে ঘোড়াকে দেখা যাচ্ছে মোটামুটি এক নারীর প্রতি ভালোবাসায় কাতর৷ দু'জনের মধ্যকার সম্পর্কের গভীরতা বোঝা যায় যখন মেয়েটি ঘোড়াটির কাছ থেকে সরতে চাচ্ছিল তখন৷ এক দৃষ্টিতে ঘোড়াটি চেয়ে থাকে মেয়েটির দিকে৷ যদিও মেয়েটি বারবার আস্বস্ত করছিল, সে কোথাও যাচ্ছে না – কিন্তু ঘোড়ার যেন তা বিশ্বাস হচ্ছিল না৷ এক পর্যায়ে মেয়েটার আদরে স্বস্তি ফেরে সেটির মধ্যে৷

ইউটিউবে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ২০০৭ সালে৷ তবে আলোচনায় আসে সম্প্রতি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন, করছেন৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য