1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাটাডোরের মৃত্যুর ভিডিও

১৪ জুলাই ২০১৬

শনিবার বুল ফাইট বা ষাড়ের লড়াইয়ের সময় ষাড়ের শিঙের গুঁতোয় নিহত হয় স্পেনের এক ‘ম্যাটাডোর'৷ ২৯ বছর বয়সি ম্যাটাডোরের মৃত্যুর ভিডিও দেখেছেন কোটি মানুষ, সেইসাথে দাবি তুলেছেন এমন লড়াই বন্ধ করার৷

https://p.dw.com/p/1JOeK
Spanien Stierkämpfer Víctor Barrio
ছবি: picture-alliance/dpa/JJ. Guillen

তরুণ ম্যাটাডোর ভিক্টর বারিও-র মৃত্যুতে শোক জানিয়েছেন স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী মারিয়ানো মারিয়ানো রাখয়৷ রাজধানী মাদ্রিদের ১৪০ মাইল দূরে ম্যাটাডোরের গ্রামের বাড়ি সেপুলভেদায় তাঁর শেষ যাত্রায় যোগ দিয়েছিলেন হাজারো শোকার্ত মানুষ৷ দুই দিনের শোক ঘোষণা হয়েছে সেই এলাকায়৷

ভিক্টর তাঁর স্টাইলের জন্য জনপ্রিয় ও পরিচিত ছিলেন৷ অল্পবয়সেই তারকা হয়ে উঠেছিলেন তিনি৷ তাঁর এই করুণ মৃত্যু তাই কেউ মেনে নিতে পারছে না৷ যেদিন তিনি মারা যান, সেদিন এই দৃশ্য টিভিতে সরাসরি দেখছিলেন লাখো মানুষ৷ তাঁর স্ত্রীও দেখছিলেন৷বারিও ষাঁড়ের খুব কাছে চলে এসেছিলেন, আর তাতেই বাঁধে বিপত্তি৷ ষাঁড় শিং দিয়ে তার বুকে আঘাত করে৷ বুক চেপে ধরে মাটিতে পড়ে যান তিনি৷ এসময় ষাঁড়টি তাঁর হৃদপিণ্ডে আঘাত করে৷ পরে অন্য বুলফাইটাররা এসে ষাঁড়টিকে অন্য দিকে সরিয়ে নেয় এবং বারিওকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়৷ তাঁর মৃত্যুর পর ষাঁড়ের গুঁতো দেয়ার ভিডিওটি স্পেন ছাড়িয়ে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে৷

গত ৩০ বছরে বুলফাইটে এই প্রথম কেউ মারা গেল৷ এ ঘটনার পর প্রাণী অধিকার কর্মীরা আবারও সোচ্চার হয়ে উঠেছেন৷ তাঁরা এই ষাঁড়ের লড়াই বন্ধের দাবি জানিয়েছেন৷ স্পেনে মাঝে বুলফাইটের জনপ্রিয়তায় ভাটা পড়লেও গত কয়েক বছরে আবারো জনপ্রিয় হয়ে উঠেছে এটি৷

২০০৭ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বুল ফাইটের সংখ্যা ৯৫৩ থেকে ৩৯৮-এ নেমে এসেছিল৷ স্পেনের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক মন্দার কারণে তারা আবার এ খেলাকে উৎসাহিত করেছে, কেননা, মন্ত্রণালয় মনে করে, বুল ফাইট না হওয়ায় গত কয়েক বছরে স্পেনে পর্যটক অনেক কমে গেছে৷

এপিবি/এসিবি