1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান সংক্রান্ত আলোচনায় আশার আলো দেখা যাচ্ছে: ভেস্টারভেলে

৮ অক্টোবর ২০১০

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের বৃহৎ শক্তি’র সঙ্গে আলাপে ইরান তার বন্ধ দরজার কবাটটি খুলতে চলেছে৷ সম্প্রতি এর একটি আভাস পাওয়া গেছে৷ জানা গেছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনায় বসতে রাজি৷

https://p.dw.com/p/PZ9c
German Foreign Minister Guido Westerwelle
ইরানকে নিয়ে আশাবাদী ভেস্টারভেলেছবি: AP

শুক্রবার এমন এক ইঙ্গিতের কথাই জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷

তিনি বলেছেন, ‘‘পারমাণবিক কর্মসূচি স্থগিত সংক্রান্ত আলোচনায় বসতে রাজি, ইরানের এই সদর্থক সংকেতটি এ'মুহূর্তে খুবই গুরুত্ববহ৷ এখন জরুরি ভিত্তিতে যা করা দরকার, তা হচ্ছে চটজলদি গঠনমূলক আলোচনায় বসে পড়া৷'' তিনি আরো জানিয়েছেন, ইরানের এই সাম্প্রতিক সদর্থক মনোভাবের পেছনে আন্তর্জাতিক মহলের দীর্ঘদিনের চাপ যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে তা বলাই বাহুল্য৷

বিশ্বের ‘বৃহৎ শক্তি' হিসেবে বিবেচিত ক্ষমতাধর দেশগুলো আশা করছে, ২০০৯ সালের শেষের দিক থেকে ইরানের ওপর আরোপিত চাপ, বিশেষ করে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সহযোগিতা বন্ধের প্রভাবটি বিশ্বের ৫ম বৃহত্তম তেল রফতানিকারক এই দেশটির সাম্প্রতিক নমনীয় মনোভাব দেখানোর পেছনে মূল ভূমিকাটি পালন করেছে৷

Ahmadinedschad
এক হাতে কোরান অন্য হাতে বাইবেল নিয়ে জাতিসংঘে আহমাদিনেজাদছবি: AP

কার্যত ২০০৯ সালের পর থেকে তেমন কোন উল্লেখযোগ্য আলোচনা ইরানের সাথে হয়নি৷ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান এবং বাকি ছয়টি বৃহৎ শক্তির মধ্যে এবিষয়ে আলোচনা শুরু হতে পারে৷

জানা গেছে, আলোচনায় বসতে এই অক্টোবরে বৃহৎ শক্তি হিসেবে বিবেচিত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা বসতে যাচ্ছেন৷ জাতিসংঘ, মার্কিন এবং ইইউ এর যাবতীয় সহযোগিতা বন্ধের ঋণাত্মক প্রভাবটিকে অগ্রাহ্য করে পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রশ্নে অটল ইরান যে নমনীয় হয়েছে এবং সম্প্রতি এ নিয়ে আলোচনা চাইছে, এটি তারই একটি প্রমাণ৷

এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে জানিয়েছেন এই শুক্রবার তিনি বার্লিনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইয়ুকিয়া আমানোর সাথে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য