1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান-প্রশিক্ষিত ১০ জঙ্গিকে ধরল সৌদি আরব

২৯ সেপ্টেম্বর ২০২০

অস্ত্র, বিস্ফোরক সহ ১০ জন জঙ্গিকে গ্রেফতার করল সৌদি আরব। ইরান জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে বলে দাবি সৌদি আরবের।

https://p.dw.com/p/3j8c6
ছবি: Hassan Ammar/AP Photo/picture-alliance

গুরুতর অভিযোগ করল সৌদি আরব। রিয়াদ জানিয়েছে, ১০ জন সন্ত্রাসবাদী ধরা পড়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আর ওই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে ইরানের ন্যাশনাল রেভলিউশনারি গার্ড।

সৌদি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, জঙ্গিদের গত সপ্তাহে ধরা হয়। তদন্তের পর দুইটি ঘাঁটিতে হানা দেয় সৌদি নিরাপত্তা বাহিনী। সৌদি প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, এদের মধ্যে তিনজনকে ইরান বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। তারা ইরানে সামরিক প্রশিক্ষণ পেয়েছে। তাছাড়া কীভাবে বিস্ফোরক তৈরি করতে হয়, তার প্রশিক্ষণও তাদের দেয়া হয়েছে। বাকি সাত জঙ্গি আলাদা আলাদা ভূমিকা পালন করত। 

যে ১০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সৌদি আরব তাদের নাম জানায়নি। বলা হয়েছে, তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় এখন গোপন রাখা হচ্ছে। তদন্তকারীরা এখন ওই জঙ্গিদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করছেন। সৌদি ও তার বাইরে এরকম আর কত জন আছে, সেই খোঁজখবরও নেয়া হচ্ছে।

তারা শুধু জানিয়েছে, ধৃত জঙ্গিদের কাছ থেকে পাঁচ কেজি গানপাউডার, ১৭ প্যাকেট রাসায়নিক, মিলিটারি ইউনিফর্ম, ছুরি, কালাশনিকভ মেশিন গান, রাইফেল, পিস্তল, প্রচুর গুলি পাওয়া গেছে।

সৌদি আরব ও ইরানের মধ্যে কিছুদিন ধরেই প্রক্সি ওয়ার চলছে। গত বছর রিয়াদের অভিযোগ ছিল, ইরান তাদের উপর ড্রোন ও মিসাইল হানা চালিয়েছে। ইরান অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিল।

জিএইচ/এসজি(রয়টার্স, ডিপিএ)