1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার স্কুলে গুলি, গ্রেপ্তার তরুণ

১২ মে ২০২১

রাশিয়ার স্কুলে তরুণের হামলা। অন্তত নয় জনের মৃত্যু। আহত বহু। আক্রমণের কারণ জানা যায়নি।

https://p.dw.com/p/3tGym
রাশিয়া
ছবি: Dmitri Lovetsky/AP Photos/picture alliance

রাশিয়ার কাজানে একটি স্কুলে বন্দুকধারীর হামলা। অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। পুলিশ এক ১৯ বছরের তরুণকে গ্রেপ্তার করেছে। তবে ওই ঘটনায় আরো কেউ যুক্ত কি না, তা এখনো স্পষ্ট নয়।

মঙ্গলবার রাশিয়ার কাজান প্রদেশের একটি স্কুলে আচমকাই বন্দুকধারী হামলা চালায়। ঘটনার পরেই রাশিয়ার সংবাদমাধ্যম জানায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পরে অবশ্য তা পরিবর্তন করে নয় করা হয়। তবে হাসপাতালে ভর্তি ২১ জন। তার মধ্যে অসংখ্য বাচ্চা আছে। ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

কী ঘটেছিল

ঠিক কী ঘটেছিল তা এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারতলা স্কুলটির তিনতলার ক্লাসরুম থেকে আচমকাই গুলির আওয়াজ শোনা যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, জানলা দিয়ে ছাত্ররা লাফানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এর বেশ খানিকক্ষণ পর দেখা যায়, পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় একজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। বাকি ছাত্ররা অষ্টম শ্রেণিতে পড়ত। পুলিশ এখনো পর্যন্ত ঘাতকের নাম প্রকাশ করেনি। এখনো স্পষ্ট নয়, ঘটনায় একজনই জড়িত ছিল, না কি এর পিছনে আরো কেউ রয়েছে। স্পষ্ট নয়, কেন ওই তরুণ স্কুলে হামলা চালালো। তবে পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র দিয়ে ওই তরুণ হামলা চালিয়েছিল, তা তার নামেই নথিভুক্ত।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)