1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলোরাডোয় বন্দুকধারীর হামলা, মৃত সাত

১০ মে ২০২১

অ্যামেরিকার কলোরাডোয় একটি জন্মদিনের পার্টিতে হামলা চালালো বন্দুকধারী। গুলিতে সাতজনের মৃত্যু হয়েছে। অন্যদের মেরে নিজেও আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি।

https://p.dw.com/p/3tB3S
কলোরাডোয় গুলি
ছবি: Jerilee Bennett/The Gazette/AP Photo/picture alliance

কলোরাডো স্প্রিংয়ে একটি মোবাইল হোমপার্কে রোববার এক ব্যক্তির জন্মদিনের পার্টি ছিল। ওই মোবাইল হোমপার্কে প্রায় ৫০টি বাড়ি আছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাতের দিকে পুলিশের কাছে প্রথম ফোন যায়। বলা হয়, ওই মোবাইল হোমপার্কের একটি বাড়িতে গুলি চলছে। পুলিশ পৌঁছে ছয়টি দেহ উদ্ধার করে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

কলোরাডোয় গুলি
ছবি: Jerilee Bennett/The Gazette/AP Photo/picture alliance

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্টি চলাকালীন বন্দুকধারী আচমকাই নিজের বন্দুক বার করে প্রথমে তার বান্ধবীকে গুলি করে। তারপর অন্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে। ছয়জনকে মারার পরে বন্দুক নিজের দিকে ঘুরিয়ে ওই ব্যক্তি নিজেকেও গুলি করে। ঘটনাস্থলে বেশ কিছু শিশু ছিল। ওই ব্যক্তি শিশুদের উপর আক্রমণ চালায়নি বলে জানা গেছে।

কলোরাডোর গভর্নর এবং পুলিশ প্রধান ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিন্তু কেন ওই ব্যক্তি গুলি চালালো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ওই ব্যক্তির পরিচয়ও এখনো জানায়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)