1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাঙ্কিপক্স নিয়ে জার্মানির পরামর্শ

১০ জুন ২০২২

মাঙ্কিপক্সের সংখ্যা ক্রমশ বাড়ছে জার্মানিতে। টিকা নেওয়ার পরামর্শ জার্মান স্বাস্থ্য উপদেষ্টাদের।

https://p.dw.com/p/4CVMi
টিকা
ছবি: Michael Bihlmayer/CHROMORANGE/picture allianc

গত কিছুদিনে জার্মানিতে মাঙ্কিপক্সের সংখ্যা ক্রমশ বেড়েছে। গোটা দেশে এখন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে জার্মানির টিকা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি একটি নির্দেশনা জারি করেছে। তাতে বলা হয়েছে, যে ব্যক্তিরা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেছেন অথবা যাওয়ার সম্ভাবনা আছে, তারা যেন দ্রুত টিকা নিয়ে নেয়।

মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ করা সম্ভব: ডাব্লিউএইচও

মাঙ্কিপক্স স্মলপক্সেরই একটি ধরণ। ফলে চিকিৎসকেরা স্মলপক্সের টিকা নেওয়ারই পরামর্শ দিয়েছেন। তবে যেহেতু টিকা অপ্রতুল, তাই সকলকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়নি, কেবলমাত্র যারা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেছেন, তাদেরকেই টিকা নিতে হবে। বয়স্কদের জন্যও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মাঙ্কিপক্স ছোঁয়াচে। যৌনমিলনের ফলেও এই রোগ সংক্রমিত হতে পারে। তবে করোনার মতো এটি কোনো প্যানডেমিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে এই রোগটি নিয়ে অযথা উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গত কয়েকমাসে বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। জার্মানি তার মধ্যে অন্যতম।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)