1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব শেয়ার সূচকে ঊর্ধ্বগতি

৩০ মে ২০২২

টানা সাত সপ্তাহ পর শুক্রবার ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল৷ সে কারণে সোমবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে৷

https://p.dw.com/p/4C287
USA Mitarbeiter der New Yorker Börse vor seinen Bildschirmen
ফাইল ফটোছবি: Spencer Platt/Getty Images

সাংহাই, টোকিও, হংকং ও সিডনিতে সূচক বেড়েছে৷ এছাড়া গ্রিনিচ মান সময় সোমবার সকাল পৌনে আটটা নাগাদ এমএসসিআই বেঞ্চমার্ক সূচক বেড়েছে ০.৬ শতাংশ৷ এমএসসিআই (যা আগে মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল নামে পরিচিত ছিল) ২৩টি উন্নত দেশের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের তথ্য নিয়ে সূচক প্রকাশ করে৷ ফলে বিশ্ব শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে জানতে বিনিয়োগকারীরা এমএসসিআই এর তথ্য ব্যবহার করে থাকেন৷

এছাড়া ইউরোপের ১৭টি দেশের ৬০০ কোম্পানির তথ্যের ভিত্তিতে প্রকাশিত সূচক ‘স্টকস ৬০০' বেড়েছে ০.৭ শতাংশ৷

মেমোরিয়াল ডে'র কারণে সোমবার ওয়াল স্ট্রিট বন্ধ থাকবে৷

আমস্টারডামের শেয়ারবাজার বিশ্লেষক আর্নে পেটিমেজাস বলছেন, মূল্যস্ফীতি সামলাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ জুন ও জুলাই মাসে সুদ হার বাড়ানোর পর নীতি পরিবর্তন করতে পারে৷ এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে মনে করছেন তিনি৷

এছাড়া বুধবার থেকে সাংহাইয়ে লকডাউন শিথিল করার খবরেও বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে৷ চীনের এই শহরটি প্রায় দুই মাস ধরে লকডাউনে আছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)