1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের যুদ্ধে দেশের পুঁজিবাজারেও পতন

৮ মার্চ ২০২২

ইউক্রেনে যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অস্থিরতার প্রভাবে দেশের পুঁজিবাজারে তৃতীয় দিনেও দরপতন চলছে৷

https://p.dw.com/p/48A7K
ছবি: Cris Faga/NurPhoto/picture alliance

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রথম ঘণ্টার লেনদেনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ পড়ে যায়৷ বেলা ১১টায় সূচকে ছিল ৬ হাজার ৩৩৫ পয়েন্ট ছিল বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ পরে সূচক সামান্য উঠলেও আবার পতন শুরু হয়৷ বেলা সাড়ে ১১টায় সূচকে ছিল ৬ হাজার ৩৭৬ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কম৷ রোববার সপ্তাহের শুরুতে ডিএসইএক্স কমে যায় ৫৭ দশমিক ৮৮ পয়েন্ট, সেদিন প্রায় আড়াইশ শেয়ারের দাম কমে যায়৷

ইউক্রেনে যুদ্ধের জেরে সোমবার সকালেই বিশ্ব বাজারে তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে গেলে ঢাকার পুঁজিবাজারে ভর করে আতঙ্ক৷শেয়ার বিক্রির চাপে ডিএসইএক্স এক দিনেই ১৮২ দশমিক ১২ পয়েন্ট বা ২ দশমিক ৭৪ শতাংশ কমে যায়৷

শতাংশের হিসাবে এটা ছিল গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন৷ সোমবার লেনদেন হওয়া ৯৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়৷ মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত শেয়ার লেনদেন হয় ৩২৫ কোটি ৬২ লাখ টাকার৷

সেসময় পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের৷ এর মধ্যে দর বেড়েছে ৭৬টির এবং কমেছে ২৬১টির৷ অপরিবর্তিত রয়েছে ৪১টির দর৷ একই দিনে চট্টগ্রামের পুঁজিবাজারের সূচকও বড় পতন হয়েছে৷ মঙ্গলবার প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১৮ হাজার ৭৩৬ দশমিক ১২ পয়েন্টে নেমে আসে৷ ওই সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয় মোট ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার৷

মোট লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪টির দর বাড়ে, কমেছে ১৩৮টির এবং ১১টির দর ছিল অপরিবর্তিত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান