1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেদারারের দুর্দিন, হারলেন মনফিলসের কাছে

১৪ নভেম্বর ২০১০

প্যারিস মাস্টার্সের সেমিফাইনালেই দৌড় শেষ হয়ে গেল টেনিস তারকা রজার ফেদারারের৷ গায়েল মনফিলসের কাছে হেরে গেলেন তিনি৷ ফাইনালে সদারলিং-এর মুখোমুখি হচ্ছেন মনফিলস৷

https://p.dw.com/p/Q8Ju
রজার ফেদারারছবি: AP

ফেদারারের সময় সত্যিই খারাপ চলছে

ষোলোটি গ্র্যান্ড স্ল্যাম টাইটেলের মালিক রজার ফেদারার৷ কিন্তু গত কিছুদিন ধরে পরপর পরাজয় এই টেনিস প্রতিভার সময়টাকে সত্যিই খারাপ করে দিচ্ছে৷ প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে গায়েল মনফিলসের মুখোমুখি হয়ে বিশ্বের দু'নম্বর বাছাই রজার ফেদারার হয়তো ভেবেছিলেন, বিশ্বের বারো নম্বর বাছাই মনফিলসকে তিনি হেলায় হারাবেন৷ কিন্তু ম্যাচের সর্বশেষ ফলাফল পুরো ব্যাপারটাকেই বদলে দিল শেষ পর্যন্ত৷

কেমন হল ফলাফল

ফলাফল হয়েছে মনফিলসের পক্ষে ৭-৬, ৬-৭, ৭-৬৷ কিন্তু খুব যে সহজে জিতেছেন এই তরুণ ফরাসি প্রতিভা, তা কিন্তু নয়৷ বিশেষ করে শেষ সেটে ৫-৬ পিছিয়ে ছিলেন মনফিলস৷ শেষের দিকে সার্ভিসেও গলদ দেখা যাচ্ছিল মনফিলসের৷ কিন্তু তারপরেও খানিকটা যেন নিজেকে গুছিয়ে নিয়ে বিজয় হাসিল করেছেন তিনি৷ ফেদারার যে কঠিন প্রতিপক্ষ তাতে সন্দেহ নেই৷ এই বিজয়ের পর তাই আত্মবিশ্বাস বেশ বেড়েছে মনফিলসের৷ খেলার পর তাকে বলতে শোনা গেছে, ‘এই খেলাটায় নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম প্রায়৷ তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই ভালো খেলছি আমি৷'

ফাইনালে সদারলিং-এর মুখোমুখি হচ্ছেন মনফিলস

এই ফাইনালটা বেশ কঠিন হবে যে তাতে কারও কোন সন্দেহ নেই৷ মনফিলস ফেদারারের মত কিংবদন্তিকে পরাজিত করে টগবগে আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নামবেন৷ সেদিক থেকে দেখলে তিনি খানিকটা এগিয়েই থাকবেন হয়তো৷ তবে অভিজ্ঞতার নিরিখে কিন্তু এগিয়ে আছেন সদারলিং৷ বিশেষ করে এ ধরণের ম্যাচে যে পরিমাণে মানসিক চাপ নিতে হয়, তার অভিজ্ঞতা কিন্তু মনফিলসের নেই৷ সামান্য ভুলচুকেই খেলার লাগাম হাতছাড়া হয়ে যেতে পারে৷ অথবা একটু মেজাজ হারিয়ে ফেললেই সমূহ সর্বনাশ৷ বিশেষজ্ঞদের একাংশ তাই সদারলিংকেই এগিয়ে রাখছেন প্যারিস মাস্টার্সের ফাইনালে৷ কিন্তু ঘরের মাঠের খেলায় মনফিলসও শেষ পর্যন্ত লড়াই চালাতে ছাড়বেন না৷ তাই খেলাটা উপভোগ্যই হবে সবকিছু মিলিয়ে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান