1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেদারারের স্বপ্ন চুরমার জকোভিচের কাছে

১২ সেপ্টেম্বর ২০১০

পারলেন না ফেদারার৷ তাঁর যুগ কী সত্যিই শেষ? ইউ এস ওপেনের সেমিফাইনালে জকোভিচের কাছে হেরে গেলেন তিনি৷ আর ওদিক থেকে এই প্রথমবার ফাইনালে নাদাল৷

https://p.dw.com/p/PA19
ফেদারার যুগ শেষ?ছবি: AP

আবার হাত ফস্কে গেল৷ একটুর জন্য৷ নাদাল বনাম ফেদারার৷ মানে একটা দুরন্ত লড়াই৷ রাজায় রাজায় লড়াই৷ সেটা দেখা গেল না এই ইউ এস ওপেনে৷ সেমিফাইনালে ফেদারারের হাত থেকে ব্যাট ছিনিয়ে নিলেন সার্বিয়ার নোভাক জকোভিচ৷ পাঁচ সেটের নাটকীয় লড়াই৷ ঘাত প্রতিঘাতের লড়াই৷ শেষ হল কিন্তু ফেদারার বিদায়ের দৃশ্য দিয়ে৷

জকোভিচের পক্ষে ফলাফল হয়েছে ৫-৭, ৬-১, ৫-৭, ৬-২ আর ৭-৫৷ এর আগে পাঁচবার ইউ এস ওপেন জিতেছেন ফেদারার৷ শেষে তাঁর দিন ফুরানোর ঘোষণা দিলেন তরুণ জকোভিচ৷ খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল সিংহাসন পড়তে চলেছে৷ শেষ সেটে পরপর দুটো সার্ভিস ভাঙার পর চারবার পরাজয়ের শোধ উঠিয়ে নিয়েছেন সার্বিয়ান সেনশেসন জকোভিচ৷

ওদিকে অন্য সেমিফাইনালে রাফায়েল নাদাল কিন্তু সহজ জয় হাসিল করেছেন৷ ফ্লাশিং মিডোতে নাদালের মুখে পড়ে ৬-২, ৬-৩, ৬-৪ ফলাফলে স্ট্রেট সেটেই কুটোর মত উড়ে গেছেন মিখাইল ইউজিন৷ তবে ফাইনালে জকোভিচের সঙ্গে নাদালের লড়াইটাও দেখবার মতই হবে, বলছেন টেনিস বোদ্ধারা৷ জকোভিচ কিন্তু এর আগেও ইউ এস ওপেনের ফাইনালে খেলেছেন৷ ২০০৭ সালের সেই ফাইনালে তাঁকে হারিয়ে দেন ফেদারার৷ এদিকে নাদালের এই প্রথম ইউ এস ওপেন ফাইনাল৷ কিন্তু জকোভিচকে এবার রোখা মুশকিল৷

শেষ হাসিটা তাই ওস্তাদেরই হবে৷ দাবি ওই বোদ্ধাদেরই৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক