1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দোয়েল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শেখ হাসিনা

১১ অক্টোবর ২০১১

‘দোয়েল’-এর বিপণন কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার প্রতিশ্রুত ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে৷ তাঁর কথায়, পর্যায়ক্রমে পুরো বাংলাদেশকেই ই-গভর্নেন্সের আওতায় আনা হবে৷

https://p.dw.com/p/12q8p
Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

আজ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ ‘দোয়েল'-এর বিপণন কার্যক্রম উদ্বোধন করেন৷ তিনি বলেন, এই ল্যাপটপ তৈরির মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশও পারে৷

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা এই ল্যাপটপ তৈরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘থিম ফিল্ম ট্রান্সমিশন'-এর সহায়তা নিয়েছে৷ ল্যাপটপের মাদার বোর্ডসহ ৬০ ভাগ যন্ত্রাংশই তৈরি হয়েছে এদেশে৷

গত ১০ই জুলাই ল্যাপটপের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়৷ প্রাথমিকভাবে ল্যাপটপ তৈরির জন্য ১৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী বলেন, শুধু ল্যাপটপ নয় সারা দেশে ই-গভর্নেন্স গড়ে তোলা হবে৷ যেমন ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে আইটি পার্ক প্রতিষ্ঠার৷

ল্যাপটপ ‘দোয়েল'-এর যাত্রা শুরুর অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে না হয়, সে ব্যবস্থা করা হবে৷ ছোট একটি ল্যাপটপের মধ্যেই থাকবে সবকিছু৷

প্রাথমিকভাবে চার ধরনের ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে - দোয়েল প্রাইমারি নেট বুক, বেসিক নেটবুক, স্ট্যান্ডার্ড নেট বুক এবং অ্যাডভান্স নেটবুক৷ এর দাম পড়বে যথাক্রমে ৮ থেকে ১২ হাজার, ১৪ থেকে ১৬ হাজার, ১৬ থেকে ২২ হাজার এবং ২২ থেকে ২৮ হাজার টাকা৷ তবে এই মুহূর্তে এই ল্যাপটপ কিনতে পারবেন শুধুমাত্র শিক্ষার্থী ও সরকারি প্রতিষ্ঠানগুলি৷ পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে ‘দোয়েল'৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য