1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাকীত্বের রাজধানী বার্লিন!

২০ অক্টোবর ২০১৯

জার্মানির রাজধানী বার্লিনে বসবাসকারী অনেক মানুষই এখন নিঃসঙ্গতায় ভুগছেন৷ একাকী সময় কাটানোয় তাদের স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও এটি সমাজে মারাত্মক প্রভাব ফেলছে৷

https://p.dw.com/p/3Rapu
Symbolbild Depression
ছবি: Colourbox

এমতাবস্থায় খ্রিস্ট্রান ডেমোক্রেটরা একাকীত্ব মোকাবেলায় বার্লিনে বিশেষ কমিশনার নিয়োগের দাবি জানিয়েছেন৷ বার্লিনের প্রতি দুইটির মধ্যে একটি পরিবার একজনের৷ এখানে বয়স্কদের জন্য রয়েছে খোশগল্প করার হটলাইন৷ পেশাগতদের সময় কাটানোর আলাদা গ্রুপ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলের (সিডিইউ) বার্লিন শাখা নিঃসঙ্গতার জন্য একজন অফিসিয়াল কমিশনার নিয়োগের দাবি জানিয়েছে৷

সিডিইউর মুখপাত্র মাইক পেন স্থানীয় পাবলিক ব্রডকাস্টার আরবিবিকে বলেন, ‘‘শহরের একাকীত্ব সমস্যা মোকাবেলায় স্বেচ্ছাসেবীর কাজগুলো যথেষ্ট নয়৷ সব কিছু সমন্বয় করতে পুরো সময়ের জন্য একজনকে দরকার৷৷ লাখ লাখ মানুষের মহানগর হিসেবে বার্লিনে এই পদক্ষেপ নেওয়া দরকার৷’’

পেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘দলীয় রাজনীতির বাইরে গিয়ে বার্লিন শহরেরর একাকীত্ব মোকাবেলা করা প্রয়োজন৷ আমি আশা করি আমরা এখানে সব পক্ষের একাকী লোকদের জন্য কিছু করতে পরব, কারণ এটি তরুণ, বৃদ্ধ, ধনী, গরীব সবারই সমস্যা৷’’

বার্লিনের দৈনিক টাগেসস্পিগেলের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, একাকীত্বের কারণে গত বছর বার্লিনের এক হাজার ৩০০ মানুষ স্বেচ্ছাসেবীর কাজে যোগ দেন৷ এই শহরে ৩৬ লাখ মানুষ বাস করে এবং প্রতি বছর এই সংখ্যা বাড়ছে৷

ওই প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কমপক্ষে ৩০০ মানুষ প্রত বছর তাদের অ্যাপার্টমেন্টে মৃত্যুবরণ করেন৷ সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বার্লিনকে একাকিত্বের রাজধানী নামে অভিহিত করা হচ্ছে৷

গত মে মাসে ফেডেরাল সরকার পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায়, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৫ থেকে ৮৪ বছর বয়সের জার্মানরা নিঃসঙ্গতা বোধ করেন এবং এই সংখ্যা এখন ১৫ শতাংশে ঠেকেছে৷

কোনো কোনো বয়সের ক্ষেত্রে এই সংখ্যাটি ৫৯ শতাংশে ঠেকেছ এবং প্রতি চারজনের মধ্যে একজন কিশোর মাঝে মাঝে একাকীত্ব বোধ করেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়৷

এলিজাবেথ শুমাখার/এসআই/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান