1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাইনোসর

২৭ জুন ২০১৫

মার্কিন বিজ্ঞানীরা বলছেন, প্রাণীরা আগে যে হারে অবলুপ্তির শিকার হতো এখন সেটা হচ্ছে ১০০ গুণ বেশি হারে! এই হার নাকি ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির সময়কার হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷

https://p.dw.com/p/1FnPX
Dinosaurier Massospondylus Zeichnung Urzeit Dinosauriernest
ছবি: picture-alliance/dpa

সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্স' জার্নালে তিনটি বিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় – প্রিন্সটন, বার্কলে, স্ট্যানফোর্ড – এর গবেষকদের একটি গবেষণা প্রকাশিত হয়৷ ডাইনোসরদের বিলুপ্তির সময়কালটা বিজ্ঞানীদের কাছে পঞ্চম ‘মাস ইক্সটিঙ্কশন' বা ‘ব্যাপক বিলুপ্তি' নামে পরিচিত৷ তাই বর্তমান অবলুপ্তির সময়টাকে ‘সিক্সথ ম্যাস ইক্সটিন্কশন' বলছেন বিজ্ঞানীরা৷ টুইটারে এই নামে (#6thMassExtinction) একটি হ্যাশট্যাগ চালু হয়েছে৷ এটা ব্যবহার করে গবেষণা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন টুইটার ব্যবহারকারীরা৷ যেমন:

পরিস্থিতির উন্নয়নে মানুষকে সচেতন করা এবং নীতি নির্ধারকরা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবে সেটা নিশ্চিত করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা৷ কয়েকজন টুইটার ব্যবহারকারীও তেমনটাই মনে করছেন৷

এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎটা কেমন হতে পারে তার কিছু নমুনা দিয়েছেন কেউ কেউ৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য