1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদাগাস্কার

২৩ মার্চ ২০১২

বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার৷ আফ্রিকার দক্ষিণ পূর্বে এই দ্বীপরাষ্ট্রের পূর্বপুরুষ মাত্র ত্রিশজন নারী এবং তারা সেখানে গেছেন ইন্দোনেশিয়া থেকে৷ বিজ্ঞানীরা সম্প্রতি এমন তথ্যই দিয়েছেন৷

https://p.dw.com/p/14Pyh
ছবি: picture-alliance/dpa

মাদাগাস্কারের দুই কোটি বিশ লক্ষ জনসংখ্যার প্রায় সবাই ‘মালাগাসি' সম্প্রদায় থেকে এসেছেন৷ এই সম্প্রদায়ের মধ্যে আবার কিছু গোষ্ঠী আছে৷ এর মধ্যে তিনটি গোষ্ঠীর ২২৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষা করে সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন পেশ করেছেন একদল বিজ্ঞানী৷ এই দলের নেতৃত্বে ছিলেন নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জীববিজ্ঞানী মারে কক্স৷ ব্রিটিশ জার্নাল ‘প্রোসিডিংস' এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷ এতে বলা হয়, মাদাগাস্কারে প্রথম বসতির সন্ধান পাওয়া যায় আজ থেকে প্রায় ১২শ বছর আগে, ৮৩০ সালে৷ সে সময় ইন্দোনেশিয়ার শক্তিশালী ‘শ্রীভিজায়া সাম্রাজ্য' চারদিকে তাদের ব্যবসা সম্প্রসারণ করছিল৷ এরই এক পর্যায়ে মাদাগাস্কার নামক দ্বীপটিতে মানুষ গিয়ে থাকতে পারে এবং সেখানে বসবাস শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

মনে প্রশ্ন জাগতে পারে, পূর্বপুরুষরা শুধু নারী কেন? উত্তর হচ্ছে - গবেষকরা যে ডিএনএ নমুনা নিয়ে কাজ করেছেন সেটা শুধুমাত্র মায়েদের দ্বারাই সঞ্চারিত হয়৷ ফলে ঐ নারীদের সঙ্গে কোনো পুরুষ ছিল কিনা সেটা গবেষণায় বের হওয়া সম্ভব ছিল না৷

কীভাবে এই ত্রিশজন নারী ইন্দোনেশিয়া থেকে প্রায় আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মাদাগাস্কারে পৌঁছাল, সেটাও একটা প্রশ্ন৷ এর উত্তরে একদল বলছেন, বাণিজ্যিক জাহাজে করেই তারা সেখানে গিয়েছিলেন৷ কিন্তু ইতিহাস আবার বলছে, ঐ সময়ে ইন্দোনেশিয়ার মহিলারা জাহাজে করে এত দূরের যাত্রা করতো কিনা, সে রকম কোনো প্রমাণ নেই৷

আরেকটি ধারণা এরকম – ইন্দোনেশিয়ায় শ্রীভিজায়া সাম্রাজ্যের দাপটে যারা ঘরবাড়ি হারিয়েছিল তারাই বাধ্য হয়ে মাদাগাস্কারে গিয়ে ঘর বেঁধেছে৷

তৃতীয় একটি ধারণা হলো, ঐ মহিলারা নৌকায় করে অন্য কোথাও যাচ্ছিলেন৷ ভুলে তাদের নৌকাটি মাদাগাস্কারে গিয়ে নোঙর ফেলে৷ গবেষকদের কাছে এটাকেই সবচেয়ে শক্তিশালী ধারণা মনে হয়েছে৷

এদিকে মাদাগাস্কারের ভাষা মালাগাসির উৎপত্তি খুঁজতে গিয়েও ইন্দোনেশিয়ার সঙ্গে একটি যোগসূত্র পাওয়া গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য