1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেমুরের বাড়ি মাদাগাসকারে, তাকে চাই ক্যারিবিয় দ্বীপপুঞ্জে!

১৭ এপ্রিল ২০১১

সার রিচার্ড ব্র্যানসনকে নিয়ে শুরু হয়েছে নতুন লেমুরিয় সমস্যা৷ ক্যারিবিয় দ্বীপপুঞ্জে তিনি যে ক’খানা দ্বীপ কিনেছেন, আফ্রিকার মাদাগাসকারের লেমুর এনে সেখান রাখতে চান তিনি৷ আপত্তি পরিবেশবাদীদের৷

https://p.dw.com/p/10uv9
লেমুরছবি: AP

তা, পরিবেশবাদীরা যদি আপত্তি তোলেন, সেটা তো ভুল কিছু নয়! কারণ, প্রথম কথা হল লেমুর এক বিরল জাতের প্রাণী৷ তাদের রক্ষণাবেক্ষণে বিস্তর সময় দিতে হয়৷ তাছাড়া মানুষ বন কেটে ফেলে শহর বানাচ্ছে বলে খুব দ্রুতই ক্ষতি হচ্ছে বেচারা লেমুরদের৷ তো, এহেন প্রাণী যে লেমুরেরা শুধুমাত্র আফ্রিকার মাদাগাসাকারের আবহাওয়াতেই ভালো থাকে, তাদের যদি টেনে নিয়ে যাওয়া হয় সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, তাহলে তারা কী বাঁচবে?

সার ব্র্যানসনের তরফে তাঁর লোকজনেদের জবাব, আলবৎ বাঁচবে৷ অবশ্যই বাঁচবে৷ তার জন্য তাঁরা নানান যুক্তি সাজাতেও তৈরি৷ মাদাগাসকারের চিড়িয়াখানা থেকে দু'খানা লেমুরকে নিয়ে আসতে চান ব্র্যানসন৷ তাদের স্বাস্থ্য ভালো রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷ সার ব্র্যানসন নিজেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষজ্ঞ এনে তার পরামর্শ মেনে ক্যারিবিয়ান দ্বীপে তিনি বানিয়ে ফেলেছেন ব্রাজিলের রেইন ফরেস্টের মত একটা পরিবেশ৷ আর সেখানেই দিব্যি লেমুররা থাকতে পারবে৷ তাদের স্বাভাবিক জীবনচর্চার মতই পরিবেশ তারা পেয়ে যাবে এখানেই৷ কিন্তু পরিবেশবাদীদের আপত্তি তো রয়েই যাচ্ছে৷ তাকে তো আর ফেলা যায় না৷

এখন দেখা যাক, এই লড়াই কতদূর যায়?

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক