1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রীতি ম্যাচে ইউক্রেনের মোকাবিলা করবে জার্মান ফুটবল দল

১০ নভেম্বর ২০১১

২০১২ সালে ইউক্রেন এবং পোল্যান্ডে বসতে চলেছে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর৷ সেই উপলক্ষ্যে শুক্রবার, কিয়েভ শহরের সদ্য নির্মিত স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে জার্মানি এবং ইউক্রেন৷

https://p.dw.com/p/138MH
Trainer Joachim Löw und Oleg Blochin
প্রস্তুত দুই কোচ – জার্মানির ইওয়াখিম ল্যোভ ও ইউক্রেনের ওলেগ ব্লখিনছবি: AP

জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভ সাফল্যের যে মোক্ষম ছক এঁকে চলেছেন, তা নিয়ে আর কারুর কোনো সন্দেহ নেই৷ এ মুহূর্তে তাঁর দল বেশ ভালো অবস্থানেই আছে৷ ইউরোর বাছাই পর্বে দারুণ খেলেছে জার্মানি৷ টানা ১০টি ম্যাচে জয়ের রেকর্ড করেছে তারা৷ মানে, খেলোয়াড়রা যে যার অবস্থানে একেবারে ‘ফিট'৷ তবে খেলায় আরো গতি আনতে এবং খেলার কলা-কৌশল আরো সুদৃঢ় করতেই শুক্রবারের এই প্রীতি ম্যাচ৷

এ সুযোগকে কাজে লাগিয়ে এদিন কিছু পরীক্ষামূলক হেরফের আনতে চান কোচ৷ বিশেষ করে, যে স্টেডিয়ামে আগামী জুলাই মাসে ফাইনাল খেলা হবে - সেখানে খেলার সুযোগটা ঠিকভাবে ব্যবহার করতে চান ল্যোভ৷ শোনা যাচ্ছে, শুক্রবার ‘রেয়াল মাদ্রিদ'-এর মেসুত ওজিল এবং ‘মিডফিল্ডার' মারিও গ্যোয়েৎসে-কে প্রথমবারের মতো একসঙ্গে খেলাবেন তিনি৷ এছাড়া, কাল ও আগামী মঙ্গলবার হামবুর্গ শহরে অনুষ্ঠেয় ২০১১ সালে জার্মানির শেষ খেলাতে অন্তত ৪৫ মিনিট করে গোলরোক্ষকের দায়িত্বে থাকবেন রন-রবার্ট সিলার৷

EM 2012 Polen Ukraine Gastgeberländer Fußball Europameisterschaft
পোল্যান্ড ও ইউক্রেন যৌথভাবে আয়োজন করছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতাছবি: picture alliance/dpa

জানা গেছে, হাঁটুতে চোট পাওয়ার ফলে এদিন মাঠের বাইরেই থাকবেন জার্মান জাতীয় দলের অন্যতম ‘স্ট্রাইকার' মিরোস্লাভ ক্লোজে৷ পেটে ব্যাথার কারণে খেলবেন না অপর ‘মিডফিল্ডার' মার্কো রেউস-ও৷ এরপরও অবশ্য, অধিনায়ক ফিলিপ লাম এবং বাস্টিয়ান শোয়াইনশ্টাইগার-কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তেও অটল রয়েছেন ইওয়াখিম ল্যোভ৷ তাঁর কথায়, ‘‘জার্মান দলে এখন বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে৷ তারা একদিকে যেমন ভালো খেলে, অন্যদিকে ততোটাই বিনয়ী৷ তাই আমার মনে আমাদের কোনো অসুবিধাই হবে না''৷

বলাই বাহুল্য, এখন থেকেই ২০১২ সালের ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনোর স্বপ্ন দেখছে জার্মানি৷ তবে শুধু জার্মানিই নয়, ঐ একই স্বপ্নে বিভোর ইউরোপীয় ফুটবলের অপর পরাশক্তি স্পেনও৷ তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে ‘ফর্ম' ধরে রাখতেই হবে ল্যোভ-এর ‘টিম'-কে৷ আর সে জন্য, অনেকেই তাকিয়ে শুক্রবারের এই খেলার দিকে৷ ভুলে গেলে চলবে না, অপর আয়োজক দল পোল্যান্ডের বিরুদ্ধে সান্ত্বনার ‘‘ড্র'' করেছিল জার্মানি৷

প্রসঙ্গত, আগামী বছরের ৮ই জুন থেকে ১লা জুলাই পর্যন্ত পোল্যান্ড ও ইউক্রেনে যৌথভাবে বসবে এই মিনি বিশ্বকাপের আসর৷ এদিকে, আয়োজক দেশ হিসেবে দুই দেশই কোয়ালিফাইয়িং রাউন্ডে না খেলেও মূল পর্যায়ে স্থান পেয়েছে ইতিমধ্যেই৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য