1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর পর ১০টি ম্যাচে জয়ের গৌরবের আশায় জার্মানি

১০ অক্টোবর ২০১১

পোল্যান্ড ও ইউক্রেনে ২০১২ সালে বসছে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর৷ চলছে তার মূল পর্যায়ে পৌঁছানোর লড়াই৷ মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধে জিতলে জার্মানি পর পর ১০টি খেলায় জয়ের রেকর্ড ছুঁতে পারবে৷

https://p.dw.com/p/12ozU
জার্মানির জাতীয় ফুটবল দলছবি: picture alliance/Pressefoto Ulmer

জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভ সাফল্যের যে ছক এঁকেছেন, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়৷ শুক্রবার তুরস্ককে ৩-১ গোলে হারানোর পর সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে৷ মঙ্গলবার জার্মানির ড্যুসেলডর্ফ শহরে ইউরো কোয়ালিফাইয়িং রাউন্ডের শেষ ম্যাচে জার্মানির মোকাবিলা বেলজিয়ামের সঙ্গে৷ জার্মানি আগেই ইউরো ২০১২'র মূল পর্যায়ে পৌঁছে গেছে৷ কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচে জিতলে পর পর ১০টি ম্যাচে জয়ের রেকর্ড ছোঁয়ার রোমাঞ্চই আলাদা৷ তবে হিসেবে একটা গরমিল আছে৷ আসলে শুক্রবারই জার্মানি টানা ১০টি ম্যাচে জেতার রেকর্ড ভেঙে ফেলেছে৷ বিশ্বকাপে তৃতীয় অবস্থান পাওয়ার লড়াইয়ে উরুগুয়েকে হারিয়ে শুরু হয়েছিল সেই জয়যাত্রা৷ সেই হিসেবে মঙ্গলবারের ম্যাচে ১১তম জয়ের মুখ দেখতে পারে জার্মানরা৷ তবে এর আগে কোনো জার্মান টিম কোনো প্রতিযোগিতার কোয়ালিফাইয়িং রাউন্ডে সব ম্যাচ জেতে নি৷ ফলে সেই রেকর্ডও ভাঙতে চায় ল্যোভ'এর দল৷

Fußball EM-Qualifikation 2011 Deutschland gegen Türkei FLASH-GALERIE
জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ ইওয়াখিম ল্যোভছবি: dapd

বেলজিয়াম তেমন শক্তিশালী টিম নয়৷ অতএব অনেকে মনে করছিলেন, যে ল্যোভ হয়তো এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চাইবেন, যে অন্য কোনো ছকও সাফল্য আনতে পারে কি না৷ ল্যোভ নিজে অবশ্য কোনো ঝুঁকি নিতে চান না৷ বেলজিয়ামকেও প্রতিপক্ষ হিসেবে হাল্কাভাবে নিতে প্রস্তুত নন তিনি৷ চোট পাওয়ার ফলে মঙ্গলবার সম্ভবত খেলতে পারবেন না স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে৷ তবে তুরস্কের বিরুদ্ধে ম্যাচে চোট পেলেও মেসুত ও্যজিল মঙ্গলবারও খেলবেন বলে মনে করা হচ্ছে৷ ছন্দ বজায় রাখতে ল্যোভ যতো কম সম্ভব পরিবর্তন করতে চান৷

টিম হিসেবে বেলজিয়াম ইদানিং বেশ ভালো খেলছে৷ বছরখানেক আগে ব্রাসেলসে জার্মানির কাছে ১-০ গোলে হারলেও তরুণ খেলোয়াড়দের এই দল সম্প্রতি কাজাখস্তানকে ৪-১ গোলে হারিয়ে প্রশংসা কুড়িয়েছে৷ এমনকি তুরস্কের চেয়েও এক পয়েন্ট বেশি পেয়ে গ্রুপ পর্যায়ে এগিয়ে রয়েছে তারা৷ ফিফার তালিকায় ৩০ ধাপ উপরে আসতে সক্ষম হয়েছে বেলজিয়াম৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য