1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ভোগ্যপণ্য এখন ভেজালে সয়লাব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ ফেব্রুয়ারি ২০১৩

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে যেসব ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়, তাতেই এর প্রমাণ মেলে৷ ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, বাজারে ভেজালমুক্ত ভোগ্যপণ্য পাওয়া এখন ভাগ্যের ব্যাপার৷

https://p.dw.com/p/17Xpy
ছবি: DW

বাংলাদেশের বাজারে যে সব কনেডেন্স মিল্ক পাওয়া যায়, তাতে দুধের লেশ মাত্র নেই৷ ফলের জুস নামে বাজারে যা পাওয়া যায়, তা আসলে ‘ফ্লেভার ড্রিংক'৷ এমনকি, গুড়া হলুদের সঙ্গে মেশানো হয় এক ধরনের ডালের গুড়া, আর মরিচের সঙ্গে মিশানো হয় কাঠের গুড়া৷ যা ডয়চে ভেলেকে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ‘এনালিস্ট' আব্দুর রব৷

আরেকজন এনালিস্ট চন্দ্রশেখর সাহা ডয়চে ভেলেকে জানান, গত মাসে ১০২টি পণ্যের নমুনা নিয়ে তাঁরা মোট ৯১টি পণ্য পরীক্ষা করেন৷ আর তাতে, অর্ধেকেরও বেশি পণ্য ভেজাল বলে প্রমাণিত হয়৷ তাঁরা দু'জনই জানান যে, এ সব ভেজাল পণ্য খেয়ে বাংলাদেশের মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন৷

তাঁরা জানান, বাংলাদেশে ভেজাল বিরোধী আইন তেমন কার্যকর নয়৷ তাই ভেজাল প্রতিরোধে নানা সংস্থা থাকলেও তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য