1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য নিরাপত্তা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ অক্টোবর ২০১২

বাংলাদেশের কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন৷ উৎপাদন খরচের চেয়ে বাজার দাম কম হওয়ায় তারা আর লোকসান টানতে পারছেন না৷ তাই তারা ধান বাদ দিয়ে ঝুঁকছেন শাক-সবজিসহ বিকল্প ফসলের দিকে৷

https://p.dw.com/p/16RVO
ছবি: AP

ঢাকার অদূরে ধামরইয়ের ফুকুটিয়া এলাকায় এবারও ধান ফলিয়েছেন কৃষকরা৷ ধানে কিছুটা পাক ধরেছে৷ আর কয়েকদিন পরই ঘরে উঠবে ধান৷ কিন্তু কৃষকদের মুখে হাসি নেই৷ কারণ তাদের লোকসান গুনতে হবে৷ উৎপাদনের চেয়ে ধানের বাজার দর কম৷ তাই তারা এবার ধান চাষ করলেও সামনের বছর আর করবেন না৷

আর কয়েক কিলোমিটার দূরের গ্রামে মাঠের পর মাঠ ফাঁকা পড়ে আছে৷ কারণ হতাশ কৃষকরা লোকসানের কারণে এবার ধানের চাষই করেন নি৷ অপেক্ষায় আছেন শাক-সবজি চাষের৷

Lebensmittel in Markt in Bangladesch
কৃষি অর্থনীতিবিদরা দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিতছবি: DW

ধানচাষে কৃষকদের এই অনীহাকে দেশের খাদ্য নিরাপত্তার জন্য ক্ষতিকর হিসেবেই দেখছেন কৃষি অর্থনীতিবিদরা৷ বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান ডয়চে ভেলেকে জানান, তাদের এই হতাশা সারা দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়লে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে৷ কারণ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত৷ তিনি মনে করেন, কৃষকদের ধান চাষে ধরে রাখতে হলে হয় উৎপাদন বাড়িয়ে খরচ কমাতে হবে৷ অথবা ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে৷ অব্যাহতভাবে লোকসান হলে কৃষকদের ধান চাষে ধরে রাখা যাবেনা৷

বাংলাদেশে প্রতিবছর কমবেশি ১ কোটি ১০ লাখ হেক্টর জমিতে ধান চাষ হয়৷ আউশ, আমন এবং বোরো ধান মিলিয়ে বছরে গড়ে উৎপাদনের পরিমাণ ৩২ মিলিয়ন মেট্রিক টন৷ আর চাহিদাও প্রায় সমান পরিমাণ৷ তাই ধানচাষে কৃষকদের অনীহা বাড়তে থাকলে খাদ্য ঘাটতি আশঙ্কা করছেন কৃষি অর্থনীতিবিদরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য