1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়ক দুর্ঘটনায় তরুণদের প্রাণহানি সবচেয়ে বেশি

২০ নভেম্বর ২০১০

তরুণ-যুবকরা সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে সড়ক দুর্ঘটনায়৷ একটি সমীক্ষায় দেখা গেছে, মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে পাঁচ থেকে ৩৫ বছর বয়সি তরুণরা৷

https://p.dw.com/p/QENq
crashed, bus, lorry, highway, accident, traffic, তরুণদের প্রাণহানি, সড়ক দুর্ঘটনা
ফাইল ছবিছবি: AP

দেশটিতে বছরে সড়ক দুর্ঘটনায় মারা যায় বিশ হাজারেরও বেশি মানুষ৷ এদের মধ্যে ২৫ শতাংশই পথচারী নতুবা সাইকেল আরোহী৷ দেশটির জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ পরিষদের সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য৷ ল্যাটিন অ্যামেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হয় গড়ে দুই হাজার পঞ্চাশ জন৷ এদের মধ্যে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে ১১০ জন৷ আর এসব আহত ব্যক্তির চিকিৎসা বাবদ দেশটিকে ব্যয় করতে হয় বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার৷

সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক স্মরণ দিবস ২১ নভেম্বর৷ আর এই দিবসের প্রাক্কালে প্রকাশ করা হলো সড়ক দুর্ঘটনায় অধিক হারে তরুণ প্রজন্মের প্রাণহানির খবর৷ দিবসটিকে ঘিরে সড়ক দুর্ঘটনার একটি আঞ্চলিক চিত্র প্রকাশ করেছে প্যান অ্যামেরিকান হেল্থ অর্গানাইজেশন৷ তাদের হিসাবে, ল্যাটিন অ্যামেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এক লাখ ৪২ হাজার ২৫০ জন৷ আহত হয় প্রায় ৫০ লাখ মানুষ৷

এই পরিপ্রেক্ষিতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটু নড়ে চড়ে বসেছে মেক্সিকো সরকার৷ পরিকল্পনা নিয়েছে আগামী দশ বছরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬০ হাজার প্রাণহানি রোধ করার৷ এছাড়া সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কে নিরাপদ সড়কের জন্য বিশেষ দশক হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য