1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এক কোটিরও বেশি মানুষ

২০ নভেম্বর ২০০৯

প্রতি বছর সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এক কোটিরও বেশি মানুষ৷ এই প্রাণহানি কমানোর সম্ভাব্য উপায় খুঁজে বের করতে রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন৷

https://p.dw.com/p/Kbh3
ফাইল ফটোছবি: picture-alliance /dpa

গোটা বিশ্বেই মোটর চালিত যানের সংখ্যা বাড়ছে৷ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা৷ চলতি বছর এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১ কোটি ৩০ লাখ মানুষ৷ বিশেষজ্ঞদের ধারণা এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে পাঁচ কোটি মানুষ৷ এসব দুর্ঘটনা এবং হতাহতের বেশিরভাগই হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে৷ দুর্ঘটনায় যে কেবল হতাহতের ঘটনাই ঘটছে তা নয় প্রচুর আর্থিক ক্ষতিও হচ্ছে৷

সড়ক দুর্ঘটনা কমাতে তাই সোচ্চার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ৷ এই উপলক্ষ্যে মস্কোতে দুইদিন ব্যপী আন্তর্জাতিক সম্মেলনে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য প্রয়োজনীয় সচেতনতা তৈরি এবং নিয়মনীতি চালু করার কথা বলা হয়েছে৷ তবে এটা যে কেবল কোন দেশের পক্ষে একা সম্ভব নয় সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন উদ্যোক্তারা৷ রুশ স্বরাষ্ট্র মন্ত্রী রাশিদ নুরগালিয়েভ যেরকম বললেন, ‘এটা স্পষ্ট যে একটি কোন দেশের পক্ষে একা এই সমস্যার সমাধান করার কোন উপায় নেই৷' সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রীরা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন৷ তারা চান আগামী ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে৷ এজন্য আগামী বছর থেকে যেন সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করা হয় সেজন্য তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য, প্রতি বছর যেসব দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় তাদের মধ্যে রাশিয়া অন্যতম৷ গত বছর সেদেশে ২৭ হাজার লোক প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায়৷ গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এজন্য গাড়ি চালকদের নিয়মনীতি না মানার প্রবণতার সমালোচনা করেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক