1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাঙ্কুভারে সোনা জয়ে দ্বিতীয় জার্মানি, এক নম্বরে ক্যানাডা

১ মার্চ ২০১০

ভ্যাঙ্কুভারে শেষ হল শীতকালীন অলিম্পিকের ২০ তম আসর৷ এবার সোনা জয়ের তালিকায় শীর্ষে ক্যানাডা, তাদের ঝুড়িতে ১৪টি সোনা৷ দ্বিতীয় জার্মানি, জিতেচে ১০টি সোনা৷ তবে, শীতের সব অলিম্পিকের ইতিহাস ঘাঁটলে শীর্ষে কিন্তু জার্মানিই!

https://p.dw.com/p/MEqB
ছবি: AP

চলুন খানিকটা পেছনে ফিরে তাকাই৷ শীতকালীন অলিম্পিকের যাত্রা শুরু ১৯২৪ সালে ফ্রান্সের শামোনি শহরে৷ সেই অলিম্পিকে জার্মানিকে আমন্ত্রণ জানানো হয়নি৷ কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধ৷ এরপর ১৯২৮ সালে দ্বিতীয় শীতকালীন অলিম্পিকের আসর বসে সুইজারল্যান্ডের সেন্ট মোরিটসে৷ শীত অলিম্পিকে জার্মানির যাত্রা শুরু সেখান থেকেই৷ সেবার অবশ্য শুধু একটা ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল জার্মানিকে৷

এরপর আরও একবার জার্মানি বাদ পড়ে শীত অলিম্পিকের আসর থেকে৷ ১৯৪৮ সালে সেন্ট মোরিটসে৷ তারও কারণ বিশ্বযুদ্ধ৷ আর তাই এখন পর্যন্ত অলিম্পিকের ২০ আসরের মধ্যে জার্মানি অংশ নিয়েছে ১৮ বার৷ সর্বশেষ ক্যানাডার ভ্যাঙ্কুভার অলিম্পিকে ১০ সোনা, ১৩ রুপো আর ৭ ব্রোঞ্জসহ মোট ৩০টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থান আছে জার্মানি৷ এবার ক্যানাডার ১৪টি সোনা জেতা শীত অলিম্পিকের একটি রেকর্ড৷ রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রও৷ সোনা রুপো ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৭টা পদক পেয়ে এই রেকর্ড৷

Deutsche langlauf staffel Olympia Flash-Galerie
ছবি: dpa

তবে সব কটি অলিম্পিকের হিসেবে কিন্তু শীর্ষে জার্মানি৷ ২টি অলিম্পিকে অংশ না নিয়েও জার্মানি শীতাকালীন আসরগুলোর মোট হিসেবে সোনা জিতেছে ১২৮টি, রোপ্য ১২৯টি আর ব্রোঞ্জ ১০১টি৷ মোট ৩৫৮৷ আর তাই এখনো শীর্ষে জার্মানি৷ মোট হিসেবে জার্মানির ঠিক পরেই অবস্থান রাশিয়া (৩০৮টি) আর নরওয়ের (৩০৩টি)৷

এদিকে, ২০১০ এর শীত অলিম্পিক শুরুতেই কিন্তু হয়ে উঠেছিল খানিকটা বিতর্কিত৷ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে অনুশীলনের সময় মারা যান জর্জিয়ার অ্যাথলিট নোদার কুমারিটাশভিলি৷ এর ফলে গেমসের ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থা সমালোচনার মুখে পড়ে৷ এছাড়া আবহাওয়ার প্রতিকূলতার কারণেও বেশ কয়েকটি ইভেন্টের সমসয়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে৷ এতে দর্শকরাও বেশ সমস্যায় পড়েছিলেন৷

FLASH-Galerie Deutsche Eisschellläuferinnnen
ছবি: AP

তবে অলিম্পিক আয়োজনে কানাডাকে একশোতে একশো দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি৷ রবিবার সংস্থাটির একটি বৈঠকে বক্তব্যে আইওসি প্রেসিডেন্ট জ্যাক রগে বলেছেন, অলিম্পিক শুরুর আগে জর্জিয়ান অ্যাথলিটের মৃত্যু গেমসের উদ্বোধনীর উপর কালো ছায়া ফেললেও, আয়োজক দেশ কানাডা পরবর্তীতে সফলতার সঙ্গে গেমস আয়োজন করায়, সেই শোকের রেশ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ আইওসি প্রেসিডেন্ট বলেন, এবারের অলিম্পিকে অ্যাথলিটরাও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এবং এজন্য তিনি তাঁদের ধন্যবাদও জানান৷

প্রসঙ্গত, শীত অলিম্পিকের পরবর্তী আসর বসবে ২০১৪ সালে, রাশিয়ার সোচিতে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য