1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূজামণ্ডপে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানি

১৭ অক্টোবর ২০১০

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিনে প্রাণ হারালেন ১০ জন ভক্ত৷ ভারতের বিহার রাজ্যের একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে মারা গেলেন চার জন নারী এবং ছয় জন পুরুষ ভক্ত৷ আহত হয়েছেন আরো ১৬ জন৷

https://p.dw.com/p/PgEY
Hindu, goddess, Durga India, festival, Puja, পূজা,
ফাইল ছবিছবি: AP

দুর্গাপূজার নবম দিনে বিহারের বাঙ্কা জেলার মণ্ডপে এই শোকাবহ ঘটনা ঘটে৷ তিলদিহা গ্রামের ঐ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো বলছে, এদিন প্রার্থনা ও ঐতিহ্যবাহী ছাগল উৎসর্গ পর্বে যোগ দিতে পূজামণ্ডপটিতে সমবেত হয়েছিল ৩০ থেকে ৪০ হাজার ভক্ত৷

ঘটনার কারণ নিশ্চিত হওয়া না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তা বলছেন, পূজামণ্ডপের একাংশ ধসে গেছে কিংবা ভিড়ের মধ্যে সাপ ঢুকেছে এমন গুজব থেকেই নাকি শুরু হয় হুড়োহুড়ি৷ ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে৷ তবে বাঙ্কা জেলা প্রশাসনের মুখপাত্র গুপদেশ্বর কুমার বলেন, ছাগল উৎসর্গ করা নিয়ে কোন্দল থেকেই ঘটনার সূত্রপাত৷ তিনি বলেন, নিজের ছাগল আগে জবাই করার জন্য ভক্তদের মধ্যে প্রতিযোগিতার এক পর্যায়ে কসাই এর সাথে বিতণ্ডা শুরু হয়৷ ফলে হুড়োহুড়িতে হতাহতের ঘটনা ঘটে৷

এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার৷ প্রসঙ্গত, অল্প পরিসরের জায়গায় প্রচুর মানুষের সমাগম এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ধর্মীয় উৎসবে এমন করুণ ঘটনা ভারতে নতুন নয়৷ গত মার্চ মাসে উত্তর প্রদেশের একটি মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৬৩ জন৷ এদের অধিকাংশই ছিল নারী ও শিশু৷ এছাড়া ২০০৮ সালে রাজস্থানের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ২২৪ জন ভক্ত৷ ভারতে সাম্প্রতিক সময়ে এটিই ছিল সবচেয়ে বড় দুর্ঘটনা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা