1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজস্থানের চামুন্ডা দেবীর মন্দিরে দেড়শতাধিক পূণ্যার্থী নিহত

অনিল চট্টোপাধ্যায়৩০ সেপ্টেম্বর ২০০৮

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরে, হিন্দু ধর্মাবলম্বীদের বিখ্যাত চামুন্ডা দেবীর মন্দিরে, শুভ নবরাত্রী তিথি উপলক্ষ্যে সমবেত ভক্তদের ভীড় ও ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা যায় দেড়শও বেশী পূণ্যার্থী৷ আহত কমপক্ষে ৭০৷

https://p.dw.com/p/FRuJ
হতাহতদের সরিয়ে নিচ্ছে পুলিশছবি: AP

হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

মন্দিরে আগে ঢোকার তাড়ায়, সংকীর্ণ প্রবেশ পথে কয়েক হাজার পূণ্যার্থীর ভীড়ের চাপে দেওয়ালের একটি অংশ ভেঙ্গে পড়ে৷ মন্দিরের প্রবেশ পথটি ছিল বেশ ঢালু৷ ধাক্কাধাক্কিতে পূণ্যার্থীরা একের পর এক পিছলে পড়ে এবং পদপিষ্ট হয়৷ বেশীর ভাগ লোকের মৃত্যু হয় শ্বাসরোধ হয়ে৷ যেহেতু ব্যারিকেড ছিল পুরুষদের তাই হতাহতের প্রায় সকলেই পুরুষ৷ উদ্ধারকাজে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে৷ মন্দির আপাতত বন্ধ রাখা হয়েছে৷

একর পর এক যেভাবে মন্দির দুর্ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষ প্রশাসনের উপর ক্ষুব্ধ৷ কারণ, বিশেষ বিশেষ তিথিতে প্রচুর ভক্ত সমাগম হবে জেনেও প্রশাসন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি৷ গতমাসেই হিমাচলে নয়না দেবীর মন্দিরে একই ধরনের দুর্ঘটনায় মারা যায় ১৪৫ জন পূণ্যার্থী৷

রাজ্যের মুখ্যমন্ত্রী এই দূর্ঘটনা তদন্তের আদেশ দিয়েছেন৷ চামুন্ডা মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে ৫০০ বছর আগে, মেহরানগর দুর্গে৷