1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরে দাঁড়াবেন আকিহিতো?

৮ আগস্ট ২০১৬

দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে সিংহাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন জাপানের সম্রাট আকিহিতো৷ বললেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমবর্ধমান অবনতির কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য৷ আর সে কারণেই এই সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/1JdTD
Japan Kaiser Akihito und Kaiserin Michiko
ছবি: picture-alliance/AP Photo/Imperial Household Agency

‘সিংহাসন ত্যাগ' শব্দটি ব্যবহার না করলেও, দায়িত্ব হস্তান্তরের কথা বলেছেন ৮২ বছর বয়স্ক এই সম্রাট৷

বলেছেন, তাঁর আশা ছিল রাষ্ট্রের প্রতীক হিসেবে সম্রাটের দায়িত্ব কোনো বাধা-বিঘ্ন ছাড়াই পালন করে যেতে পারবেন তিনি৷ কিন্তু, প্রথমে হৃদরোগ ও পরবর্তীতে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন তিনি৷

১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন আকিহিতো৷ তাঁর দশ মিনিটের এই বক্তব্যের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন যে, তাঁর সরকার সম্রাটের এই বক্তব্যকে ‘গুরুত্বের' সঙ্গে নেবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করবে৷

প্রসঙ্গত, এ নিয়ে জীবনে দ্বিতীয়বারের মতো টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশc ভাষণ দিলেন আকিহিতো৷

ডিজি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য