1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলভেজের দয়া

৬ মে ২০১৪

নিজের ওপর ছোড়া কলা খেয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন বার্সেলোনা ও ব্রাজিলের ডিফেন্ডার ডানিয়েল আলভেজ৷ এবার কলা ছোড়াকারীর জন্য কিছুটা হলেও ক্ষমার পক্ষে কথা বললেন তিনি৷

https://p.dw.com/p/1Bu4A
Spanien Fußball FC Barcelona Dani Alves
ছবি: Reuters

কয়েকদিন আগে ভিলিয়ারেয়ালের সঙ্গে খেলার সময় কর্নার কিক নিতে গেলে ভিলিয়ারেয়ালের এক সমর্থক আলভেজকে লক্ষ্য করে একটি কলা ছোড়েন৷ তবে আলভেজ তাতে ক্ষিপ্ত না হয়ে কলাটি কুড়িয়ে তার একটা অংশ খেয়ে ফেলেন৷ এরপর কর্নার কিকটি নেন৷

আলভেজের এই প্রতিক্রিয়া ফুটবল বিশ্বে বেশ আলোড়ন তোলে৷ সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন৷ তবে পাশাপাশি এমন বর্ণবৈষম্যের প্রতিবাদও করতে দেখা গেছে৷ তারকা ফুটবলার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদেরও কেউ কেউ এই প্রতিবাদে অংশ নেন৷ তাঁরা তাদের কলা খাওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন৷

এই ঘটনায় ঐ সমর্থকের জন্য তাদের স্টেডিয়ামে ঢোকা আজীবন নিষিদ্ধ করে ভিলিয়ারেয়াল৷

খবরের এই অংশটুকু পুরনো৷ কিন্তু নতুন খবর হলো – ডেভিড কাম্পায়ো নামের ঐ সমর্থকের জন্য কিছু ক্ষমা চেয়েছেন আলভেজ৷ এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তাঁকে অবশ্যই শাস্তি দিতে হবে৷ কিন্তু অপরাধের কারণে এভাবে শাস্তির ব্যবস্থা করলে হবে না৷ এর পরিবর্তে জনগণকে শিক্ষিত করে তুলতে হবে৷'' আলভেজের আশঙ্কা, কাম্পায়োকে যদি কারাদণ্ড দেয়া হয় তাহলে হয়ত তার অর্থ উপার্জনের উপায় বাধাগ্রস্ত হতে পারে৷ এতে তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে৷ ‘‘তিনি একজন পারিবারিক ব্যক্তি৷ যে-কোনো উপায় হোক তাকে পরিবারের জন্য রোজগারের ব্যবস্থা করতে হয়,'' বলেন তিনি৷

Screenshot Twitter Solidaritätsaktion mit Dani Alves EINSCHRÄNKUNG
কেউ কেউ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেনছবি: Twitter

এখানেই শেষ নয়

কয়েকদিন আগে আলভেজের বিরুদ্ধে এমন বর্ণবৈষম্যের ঘটনা নিয়ে চারিদিকে প্রতিক্রিয়া দেখা গেলেও, এ ধরনের ঘটনা থেমে নেই৷ রবিবার আরেক স্প্যানিশ ক্লাব লেভান্তের মিডফিল্ডার পাপে দিয়প জানান, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলার সময় তাঁকে উদ্দেশ্য করে ‘বানর', ‘বানর' বলে শব্দ করে ওঠে মাদ্রিদের সমর্থকরা৷ উল্লেখ্য, দিয়প সেনেগালের ফুটবলার৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য